পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল প্রার্থীদের সমর্থনে ঝড় তুললেন দেব

আজ দুপুরে দিনহাটা শহরে রোড শো করেন তিনি। এরপর কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিনয় কৃষ্ণ বর্মনের সমর্থনে রোড শো-তেও তাঁকে দেখা যায় ৷ দুটি রোড-শো ঘিরে প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন ৷

Deb
রোড শো-তে দেব

By

Published : Apr 5, 2021, 6:29 PM IST

কোচবিহার, 5 এপ্রিল : কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহর সমর্থনে নির্বাচনী প্রচার করলেন অভিনেতা দেব ৷ আজ কোচবিহারের বিভিন্ন এলাকায় রোড শো করেন তিনি ৷

আজ দুপুরে দিনহাটা শহরে রোড শো করেন তিনি। এরপর কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিনয় কৃষ্ণ বর্মনের সমর্থনে রোড শো-তেও তাঁকে দেখা যায় ৷ দুটি রোড-শো ঘিরে প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন ৷

আরও পড়ুন- কোচবিহারে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

এদিকে নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহারের রাজনৈতিক পরিস্থিতি ৷ আজ সকালে নাটাবাড়ি বিধানসভার জিরানপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তথা বিজেপি নেতা মিন্টু রায়কে জিরানপুর বাজারে মারধর করা হয় বলে অভিযোগ ৷ অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই কাজ করেছে ৷ আহত বিজেপি নেতাকে উদ্ধার করে কোচবিহার জেএনএম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। আহত বিজেপি কর্মীকে দেখতে হাসপাতালে আসেন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মিহির গোস্বামী । যদিও ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ৷

ABOUT THE AUTHOR

...view details