দিনহাটা (কোচবিহার) , 21 মার্চ : নির্বাচনী প্রচারে দলীয় পতাকা লাগানোর সময় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ হামলায় 2 বিজেপি কর্মী জখম হয়েছেন বলে জানা গিয়েছে । শনিবার দুপুরে দিনহাটা থানার অন্তর্গত ভেটাগুড়ি 2 গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়িতেে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় প্রদীপ বর্মন নামে এক বিজেপি কর্মী তিরবিদ্ধ হয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । গোটা ঘটনায় বিজেপি নেতৃত্ব তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করলেও, অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।
আরও পড়ুন : দেওয়াল লিখনের সময় আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকরা
দিনহাটায় দলীয় পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মীরা - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট
দলীয় পতাকা লাগাতে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ৷ সেই ঘটনায় দুই বিজেপি কর্মী জখম হয়েছেন বলে জানা গিয়েছে ৷ শনিবার দুপুরে দিনহাটা থানার অন্তর্গত ভেটাগুড়ি 2 গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়িতেে ঘটনাটি ঘটেছে।
বিজেপির জেলা কমিটির সদস্য সুশীল সরকার অভিযোগ করেছেন, ওই দিন সকালে সাইকেল নিয়ে বিজেপির কয়েকজন কর্মী বাইশগুড়ি গ্রামে পতাকা লাগাতে যান । সেই সময় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা মোটরবাইকে এসে প্রথমে গুলি চালায় । গুলি লক্ষ্যভ্রষ্ট হলে দুষ্কৃতীরা তির ছুড়তে শুরু করে। এতে পিঠে তির লেগে আহত হন প্রদীপ বর্মন। এরপর ওই দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের সাইকেল ভাঙচুর করে । যদিও তৃণমূলের ভেটাগুড়ি 2-র অঞ্চল সভাপতি সুনীল রায় সরকার বলেন, বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরে ওই ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।