দিনহাটা, 2 মে : ভোট গণনায় দীর্ঘসময় এগিয়ে থাকায় উদয়ন গুহ জিতছেন ধরে নিয়েই দলীয় কর্মীরা উল্লাসে ফেটে পড়ে। শুরু হয় আবির খেলা । বাজি ফাটানো । কিন্তু শেষ মুহুর্তে দেখা যায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছে 57 ভোটে পরাজিত হলেন তিনি । আর এতেই হতাশ হয়ে পড়েন তৃণমূলের নেতা কর্মীরা ।
পরাজয়ের পর উদয়নবাবু বলেন, "শেষ মুহূর্তেও আমি এগিয়েছিলাম । পরবর্তীতে দেখা যায় যে আমি 57 ভোটে পিছিয়ে আছি । গোটা বিষয়টি নিয়ে দলের সঙ্গে কথা বলব । আদালতে যাওয়া যায় কি না সেটাও আলোচনা করব ।" পাশাপাশি পুনর্গণনার দাবি তুলেছেন দিনহাটার তৃণমুল প্রার্থী ।
কোচবিহার জেলার নয়টি বিধানসভা কেন্দ্রের মধ্যে নজরকাড়া বিধানসভা কেন্দ্র দিনহাটা । এই আসনে গত দু‘বারের বিধায়ক তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ । অপরদিকে এই আসনে বিজেপির প্রার্থী করা হয়েছে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিককে ।
শেষ লগ্নে এসে হার দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহর রবিবার গণনা শুরু হতেই প্রথম দিকে দেখা যায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক এগিয়ে । সাত-আট রাউন্ড পর্যন্ত এই প্রবণতা থাকলেও এরপর থেকে তৃণমুল এগোতে থাকে । এরপর বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে যান উদয়ন গুহ । একটা সময় 15 হাজারের বেশি ভোটে এগিয়ে যান উদয়ন গুহ । শেষের রাউন্ডগুলোতে ব্যবধান কমতে থাকে । শেষ লগ্নে প্রায় হাজারের বেশি ভোটে এগিয়ে যান উদয়ন গুহ । আবির খেলায় মেতে ওঠেন তৃণমূলের নেতা-কর্মীরা । বাজি ফাটানো শুরু হয় ।
আরও পড়ুন : "কারচুপি হয়েছে", নন্দীগ্রামে হার মেনে নিলেও কোর্টে যাবেন মমতা
এরপরই গণনা কেন্দ্রে যান তৃণমূল প্রার্থী উদয়ন গুহ । অভিযোগ, সেই সময় বিজেপির তরফে অভিযোগ তোলা হয় একটি ইভিএমে গন্ডগোল হয়েছে । এরপর সেই ইভিএমের ভিভিপ্যাট কাউন্ট করা হয় এবং পোস্টাল গণনা শেষে দেখা যায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহ 57 ভোটে পিছিয়ে রয়েছেন । ভোট কেন্দ্র থেকে বেরোনোর পর উদয়ন গুহ জানান, আশ্চর্যজনক ঘটনা । গোটা বিষয়টি দলীয় নেতৃত্বকে জানাব ।