দিনহাটা, 22 জুলাই : BJP-র বুথ সভাপতির বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ কোচবিহারের দিনহাটা থানার ভিলেজ -1 গ্রামের ঘটনা । খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ । কয়েকটি বোমা উদ্ধার করে । যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ ।
BJP বুথ সভাপতির বাড়ির সামনে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল
BJP-র বুথ সভাপতির বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ । কয়েকটি তাজা বোমা উদ্ধার করে । যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷
অভিযোগ, চলতি মাসের 20 তারিখ রাতে দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকায় BJP- র বুথ সভাপতি দীপেন চক্রবর্তীর উপর হামলা চালায় একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ৷ আক্রান্ত দীপেনকে সেদিন রাতে দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । গতকাল বিকেলে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি ৷ এরপর সন্ধ্যায় তাঁর বাড়ির সামনে একদল দুষ্কৃতী বোমাবাজি করে ৷ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷
যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা অসীম নন্দী ৷ বলেন, " অভিযোগ ভিত্তিহীন । তৃণমূলের কেউ দিনহাটা নেই । সবাই 21 জুলাইয়ের সমাবেশে যোগ দিতে কলকাতায় গেছিল । "