পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনার উপসর্গ আছে কি না জানতে বাড়ি বাড়ি যাবেন আশা কর্মীরা

জেলার প্রতিটি এলাকায় কারও ILI ও SARI-র লক্ষণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে ৷ তারপর সেই মতো ব্যবস্থা নেওয়া হবে ৷ কোরোনা মোকাবিলায় কোচবিহার স্বাস্থ্য বিভাগের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

By

Published : Apr 22, 2020, 7:18 PM IST

কোচবিহার, 22 এপ্রিল : কোনও ব্যক্তির জ্বর, সর্দি, কাশি রয়েছে কি না তা জানতে এবার বাড়ি বাড়ি যাবেন আশা কর্মীরা ৷ থার্মাল স্ক্রিনিংয়ের পাশাপাশি কোনও ব্যক্তি জ্বরে ভুগছেন কি না তাও প্রাথমিকভাবে দেখবেন তাঁরা ৷

ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস (ILI) ও সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনের (SARI) লক্ষণ আছে কি না তা খতিয়ে দেখা হবে ৷ জেলাজুড়ে 2 হাজার100-র বেশি আশা কর্মী এই কাজ করবেন ৷ গ্রামে গ্রামে গিয়ে এই তথ্য সংগ্রহ করা হবে ৷ তবে, পৌর এলাকাগুলিতে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে পৌরসভার কর্মীদের উপরই ৷

আগামী পাঁচ-সাতদিনের মধ্যে এই কাজ শেষ করে ফেলতে চাইছে স্বাস্থ্য বিভাগ ৷ কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গঙ্গোপাধ্যায় বলেন, জেলার প্রতিটি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ILI ও SARI-র উপসর্গ নিয়ে কেউ রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে ৷ তারপর সেই মতো ব্যবস্থা নেওয়া হবে ৷

ABOUT THE AUTHOR

...view details