পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারে হোম কোয়ারান্টাইনে হাজার দেড়েক মানুষ

প্রতিবছর কোচবিহার জেলার বহু মানুষ কেরালা, মহারাষ্ট্র, বেঙ্গালুরুতে শ্রমিকের কাজ করতে যান । বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এই মুহূর্তে প্রায় দেড় হাজার মানুষকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে ।

ছবি
ছবি

By

Published : Mar 23, 2020, 12:30 PM IST

কোচবিহার, 23 মার্চ : কোরোনা আতঙ্কে কাঁপছে গোটা দেশ । রাজ্যেও এই মুহূর্তে 7 জন আক্রান্তের খবর পাওয়া গেছে । ভিনরাজ্য থেকে আসা লোকজনকে ইতিমধ্যে হোম কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে । এই পরিস্থিতিতে শুধু কোচবিহার জেলাতেই হোম কোয়ারান্টাইনে রয়েছেন হাজার দেড়েক মানুষ । জেলা স্বাস্থ্য বিভাগের তরফে জানা গেছে, এদের মধ্যে অধিকাংশই ভিন রাজ্য থেকে আসা শ্রমিক ।

পঞ্জাব থেকে জ্বর ও সর্দি -কাশির উপসর্গ নিয়ে ভরতি হওয়া এক মহিলাক নিয়ে আতঙ্ক ছড়িয়েছিল জেলায় । কিন্তু তাঁর নমুনা পরীক্ষা করার পর রিপোর্ট নেগেটিভ এসেছে । তাই আপাতত, স্বস্তিতে কোচবিহার জেলা স্বাস্থ্যদপ্তর । এই বিষয়ে, কোচবিহার মেডিকেল কলেজের মেডিকেল সুপার কাম ভাইস প্রিন্সিপাল ডাঃ রাজীব প্রসাদ বলেন, "সংশ্লিষ্ট মহিলার সোয়াবের নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে । কোরোনা নয় নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি । আপাতত চিকিৎসাধীন তিনি ।" অন্যদিকে, কোচবিহার মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আরও এক মহিলা । তাঁর শরীরে কোরোনা ভাইরাস আছে কি না তা জানতে নমুনা পাঠানো হচ্ছে ।

স্থানীয়দের তরফে জানা গেছে, কোচবিহার জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিবছরই বহু মানুষ কেরালা, মহারাষ্ট্র, বেঙ্গালুরুতে শ্রমিকের কাজ করতে যান । এছাড়া পড়াশোনার জন্য অনেকেই ভিনরাজ্যে কিংবা ভিন দেশে যান । কিন্তু কোরোনার আতঙ্ক ছড়াতেই ধীরে ধীরে বাড়িতে ফিরছে তারা । পরিস্থিতি খতিয়ে দেখতে সদা তৎপর স্বাস্থ্যবিভাগ । আন্তর্জাতিক সীমান্ত, জেলার গুরুত্বপূর্ণ রেলস্টেশনে চলছে স্ক্রিনিং ।

ABOUT THE AUTHOR

...view details