কোচবিহার, 18 এপ্রিল : কেন্দ্রের পাঠানো চাল-গম FCI গুদামে পড়ে থাকলেও রাজ্য সরকার নিচ্ছে না। এমনটাই অভিযোগ তুলল BJP। শনিবারে BJP-র কোচবিহার জেলা সভাপতি মালতি রাভা রায়ের নেতৃত্বে এক প্রতিনিধিদল FCI- আধিকারিক এর সাথে দেখা করার পর এমনটাই অভিযোগ করেন। তাঁদের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে রাজ্য সরকার FCI থেকে চাল, গম নিচ্ছে না।
FCI-র চাল পড়ে থাকলেও মানুষকে দিচ্ছে না রাজ্য, অভিযোগ BJP-র
চাল-গম FCI গুদামে পড়ে থাকলেও রাজ্য সরকার নিচ্ছে না। এমনটাই অভিযোগ তুলল BJP। শনিবারে BJP-র কোচবিহার জেলা সভাপতি মালতি রাভা রায়ের নেতৃত্বে এক প্রতিনিধিদল FCI- আধিকারিক এর সাথে দেখা করার পর এমনটাই অভিযোগ করেন। তাঁদের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে রাজ্য সরকার FCI থেকে চাল, গম নিচ্ছে না।
যদিও BJP-র তোলা অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । গোটা বিষয় নিয়ে ভারতীয় খাদ্য নিগম কোচবিহার ডিভিশনাল ম্যানেজার ওপি শর্মা জানিয়েছেন 5 হাজার মেট্রিক টনের রিসিভ কাটা হয়েছে। তবে কবে সেই চাল গম যাবে জানা নেই। প্রধানমন্ত্রী গরিব জনকল্যাণ যোজনাতে চাল ও গম কেন্দ্র সরকারের পক্ষ থেকে সমস্ত জেলায় পাঠানো হয়েছে । ইতিমধ্যেই কোচবিহার জেলাতে সেই সমস্ত চাল গম এসে পৌঁছেছে । কোচবিহার জেলার তিনটি FCI গোডাউন রয়েছে । তিনটিতে চাল গম ভরে গিয়েছে। সেখান থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে চাল, গম নেওয়া হচ্ছে না । একদিকে চাল, গম নিচ্ছে না, আবার অনেক জায়গায় মানুষ চাল গম পাচ্ছে না। এমনটাই খবর পাওয়ার পর BJP-র জেলা নেতৃত্ব স্থানীয় FCI আধিকারিক এর সাথে দেখা করে গোটা বিষয়টি নিয়ে আলোচনা করে ।
জেলা BJP-র সভাপতি মালতি রাভার অভিযোগ, যেখানে মানুষ এই পরিস্থিতিতে খাদ্যের জন্য আবেদন জানিয়েও খাবার পাচ্ছে না, সেখানে তৃণমূল কংগ্রেস রাজনীতি করছে। কেন্দ্র সরকারের পাঠানোর চাল-গম তারা নিচ্ছেন না । মানুষকে বঞ্চিত করছে এই সমস্ত সুযোগ-সুবিধা থেকে। যদিও BJP-র ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা আবদুল জলিল আহমেদ। তিনি বলেন, BJP সবকিছুতেই রাজনীতি দেখছে।