পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রবীন্দ্রনাথ ঘোষের এলাকায় যেতেই BJP-র মিছিলে ইটবৃষ্টি

কোচবিহার লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী নিশীথ প্রামাণিকের রোড শো-তে চলাকালীন হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারের ধলপল এলাকার ঘটনাটি।

By

Published : Mar 30, 2019, 11:27 PM IST

কোচবিহার, ৩০ মার্চ : কোচবিহার লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী নিশীথ প্রামাণিকের রোড শো-তে চলাকালীন হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারের ধলপল এলাকার ঘটনাটি। একটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। নিশীথের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার রোড শো ভন্ডুল করতে এই হামলা চালিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর কোচবিহার জেলায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেনি সেইরকম ভাবে। আজ সকালে কোচবিহার শহর থেকে নিশীথের রোড শো শুরু হয়। কোচবিহার-২ ব্লকের বিভিন্ন গ্রাম ঘোরার পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের এলাকা ধলপলে যেতেই BJP প্রার্থীর রোড শো-র উপর শুরু হয় ইটবৃষ্টি। হুড়োহুড়ি পড়ে যায়। BJP প্রার্থীদের মারধরও করা হয়।

যদিও তৃণমূল নেতা আবদুল জলিল আহমেদ বলেন, "সব অভিযোগ ভিত্তিহীন।" এই ঘটনার পর এলাকায় তৃণমূল একটি মিছিল বের করে। সেই মিছিলে পালটা হামলার অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে। তৃণমূলের তরফে বলা হয়েছে হামলায় তাদের দলের ১৫ জন জখম হয়েছে। তাদের মধ্যে ৭ জনকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে। অন্যদিকে BJP জানিয়েছে, হামলায় তাদের ৫ জন জখম হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details