পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাথাভাঙায় পণ্যবাহী ট্রাকে ৩৫০ কার্টুন বিদেশি মদ আটক, গ্রেফতার ৩ - ARREST THREE

কোচবিহারের মাথাভাঙার কলেজমোড় সংলগ্ন রাজ্য সড়ক থেকে ৩৫০টি বিদেশি মদের কার্টুন সহ আটক করা হল ট্রাক । ঘটনায় ট্রাকচালক সহ মোট তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

ALCOHOL ARREST IN COOCHBEHAR
কোচবিহারের মাথাভাঙার কলেজমোড় সংলগ্ন রাজ্য সড়ক থেকে ৩৫০টি বিদেশী মদের প্যাকেটে সহ আটক করা হল ট্রাক

By

Published : May 21, 2021, 3:41 PM IST

কোচবিহার, ২১ মে:কোচবিহারের মাথাভাঙার কলেজমোড় সংলগ্ন রাজ্য সড়ক থেকে ৩৫০টি বিদেশি মদের কার্টুন সহ আটক করা হল একটি ট্রাক । ঘটনায় ট্রাকচালক সহ মোট তিনজনকে গ্রেফতার করে পুলিশ। কোচবিহারের মাথাভাঙা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে কলেজমোড় সংলগ্ন রাজ্য সড়কে আটক করে পণ্যবাহী ট্রাকটিকে। ট্রাকটি থেকে ৩৫০টি মদের কার্টুন উদ্ধার করা হয়।

ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হলেন ট্রাকচালক হায়দার আলি। বাড়ি উত্তরপ্রদেশের রামপুর জেলার হীমন্তনগরে। অন্যজন সাদিক হোসেনের বাড়ি উত্তরাখণ্ডের নৈনীতাল ডমপুরিতে এবং ধৃত মজাহিদুল শেখের বাড়ি অসমের তেজপুরের শুনিতপুর এলাকায়।

কোচবিহারের মাথাভাঙার কলেজমোড় সংলগ্ন রাজ্য সড়ক থেকে ৩৫০টি বিদেশী মদের প্যাকেটে সহ আটক করা হল ট্রাক

আরও পড়ুন:পটাশপুরে পরপর তিনটি দোকানে চুরি

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ট্রাকে করে অবৈধভাবে বিদেশী মদ অসম থেকে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। মাথাভাঙা থানার আইসি বিশ্বাশ্রয় সরকার জানান, ৩৫০ প্যাকেট বিদেশি মদের কার্টুন উদ্ধার হয়। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে ।

ABOUT THE AUTHOR

...view details