কোচবিহার দক্ষিণ (কোচবিহার), 26 এপ্রিল: আজ জন সংযোগ যাত্রার দ্বিতীয় দিন ৷ মঙ্গলবার তাঁর নবজোয়ার কর্মসূচির প্রথম দিনে সিতাই, মাথাভাঙায় ব্যালট বাক্স ভেঙে ফেলার কাণ্ড ঘটেছে ৷ এরপর বুধবার ফের নিজের পছন্দের প্রার্থীর নামে ভোট দেওয়ার বার্তা দিলেন অভিষেক ৷ শুধু তাই নয়, আজ কোচবিহার দক্ষিণ বিধানসভায় 1 নং ব্লকের ঘুঘুমারি হোমিওপ্যাথি কলেজ গ্রাউন্ডে জনসভার মঞ্চ থেকে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক থেকে শুরু করে শান্তনু ঠাকুরকে আক্রমণ করলেন ৷ কোচবিহারবাসীর উদ্দেশ্যে তাঁর বার্তা, "বিজেপি বিধায়ক-সাংসদরা যদি মানুষের দাবি পূরণ না-করেন তাহলে তাঁদের বাড়ি ঘেরাও করুন ৷ যেখানে যেতে হয় আমি যাব ৷"
মঙ্গলবারের মতো আজও প্রার্থী বাছাই নিয়ে দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। স্পষ্টই জানিয়ে দিলেন, মানুষকে প্রভাবিত করে ব্যালট ভোটের মাধ্যমে প্রার্থী হওয়া যাবে না ৷ যারা এটা করবে তা মূর্খামি করছে ৷ এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত সবাইকে জানান, পঞ্চায়েতের প্রার্থী মানুষ ঠিক করবে ৷ কে প্রার্থী হবে, তা নেতারা ঠিক করবেন না ৷ যে দল ক্ষমতায় থাকে তারা রাস্তায় নামে না ৷ দেশে এই প্রথম এমন কর্মসূচি হচ্ছে ।
পঞ্চায়েতে প্রার্থী বাছাই করতে জনসংযোগ যাত্রা কেন ? এই প্রসঙ্গে অভিষেক বলেন, "আমরা কলকাতায় বসে ব্লকের নেতাদের থেকে মতামত নিয়ে প্রার্থী বাছাই করতে পারতাম ৷ কিন্তু করিনি ৷" তাঁর স্পষ্ট বার্তা, কোনও নেতার পা ধরে টিকিট পাওয়া যাবে না ৷ তিনি আশ্বস্ত করেন, প্রত্যেকে তাঁর নিজের বুথে ভালো লোকের কথা জানান ৷ যে মানুষের জন্য কাজ করবে, অভিষেক তথা তৃণমূল কংগ্রেস তাঁকেই জেতাবে ৷ নির্দল নয়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবেই তাঁকে জেতানো হবে ৷ আজও তিনি নীল রঙের ব্যালট বক্সে ভোট দিয়ে প্রার্থীর সমর্থনে ব্যালটে ভোট দেওয়ার আর্জি জানান ৷ যাঁরা ভোট দিতে পারবেন না, তাঁরা ফোন করে কে প্রার্থী হতে পারেন সেই বিষয়ে মতামত দিতে পারবেন ৷
আরও পড়ুন: পাহারাদার তিনি নিজে, ব্যালট বাক্স লুঠের পর কড়া বার্তা অভিষেকের