পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পারিবারিক বিবাদ, ছেলেকে খুনে অভিযুক্ত বাবা-মা - ক্ষতবিক্ষত দেহ

পারিবারিক বিবাদের জেরে ছেলেকে খুনের অভিযোগ বাবা ও মায়ের বিরুদ্ধে ৷ ঘটনায় মৃতের দাদা ও বউদিও যুক্ত রয়েছে ৷ তাদের সবাইকে পুলিশ গ্রেপ্তার করেছে ৷ কোচবিহারের হাড়িভাঙা এলাকায় এই ঘটনা ঘটেছে ৷ রবিবার হাড়িভাঙায় একটি খেতের মধ্যে থেকে জয়ন্ত সরকার নামে ওই ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে ৷

a-man-killed-by-his-father-and-mother-in-coochbehar-haribhanga
পারিবারিক বিবাদ, ছেলেকে খুনে অভিযুক্ত বাবা ও মা

By

Published : Feb 8, 2021, 9:50 PM IST

কোচবিহার, 8 ফেব্রুয়ারি : ছেলেকে খুনের অভিযোগে বাবা-মা সহ 4 জনকে গ্রেপ্তার করল পুলিশ। কোতোয়ালি থানার অন্তর্গত কোচবিহার 1 নম্বর ব্লকের হাড়িভাঙা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম জয়ন্ত সরকার। কী কারণে এই খুন তা খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে রবিবার হাড়িভাঙার বাসিন্দা জয়ন্ত সরকারের দেহ উদ্ধার হয়। তার দেহে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনিমান পুলিশের। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পারিবারিক বিবাদের জেরে ধারাল অস্ত্র দিয়ে জয়ন্ত সরকারকে খুন করা হয়েছে। এই খুনের পেছেন মৃতের ভাই ও তার স্ত্রী যুক্ত রয়েছে। মোবাইল টাওয়ার লোকেশন দেখে মৃতের ভাইকে গ্রেপ্তার করেখে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে মৃতের বাবা-মা সহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন : কোচবিহারে খুন তৃণমূল কর্মী

অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজা সাংবাদিকদের বলেন, ‘‘গতকাল হাড়িভাঙায় খেতের মধ্যে জয়ন্ত সরকার নামে ওই ব্যাক্তির দেহ উদ্ধার হয়। পারিবারিক কারণেই ওই খুন বলে অভিযোগ। ওই ঘটনায় অভিযুক্ত মৃতের ভাই এলাকা থেকে নিখোঁজ ছিল। পুলিশ তার মোবাইল নম্বরের টাওয়ার লোকেশনের সাহায্য়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয় মৃতের বাবা, মা ও অভিযুক্ত ভাইয়ের স্ত্রীকেও।

ABOUT THE AUTHOR

...view details