কোচবিহার, 11 জুন : BJP ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল 31টি পরিবার ৷ মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধানের হাত ধরে হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ এলাকার 32টি পরিবার তৃণমূলে যোগ দেয় ৷
কোচবিহারে BJP ছেড়ে তৃণমূলে 31 পরিবার
বুধবার দেওয়ানগঞ্জ এলাকায় বিধায়ক অর্ঘ্য রায় প্রধান একটি বৈঠকের আয়োজন করেন ৷ সেই বৈঠকেই BJP ছেড়ে তৃণমূলে যোগ দেয় 31টি পরিবার ৷
BJP ছেড়ে তৃণমূলে যোগ
বুধবার দেওয়ানগঞ্জ এলাকায় বিধায়ক অর্ঘ্য রায় প্রধান একটি বৈঠকের আয়োজন করেন ৷ সেই বৈঠকে কোরানা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় ৷ ওই বৈঠকেই BJP ছেড়ে তৃণমূলে যোগ দেয় 31টি পরিবার ৷ তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান ৷
এই বিষয়ে অর্ঘ্বাবু বলেন, কোরানা পরিস্থিতির মধ্যেই যাঁরা দলে যোগ দিলেন তাঁদের স্বাগত ৷ বর্তমান পরিস্থিতিতে রাজনীতি নয়, মানুষের সেবা করতে হবে ৷ পাশে থাকতে হবে ৷