কোচবিহার, 16 জুলাই: কোচবিহারে কোরোনায় আক্রান্ত হল আরও 23 জন । আক্রান্তরা সকলেই দিনহাটা মহকুমার বাসিন্দা । এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 371 জন । কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, "গতকাল নতুন করে 23 জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে । এদিকে 216 জনের কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।"
কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, জেলায় ইতিমধ্যে 15 হাজার 996 জনের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে । তাদের মধ্যে অধিকাংশই পরিযায়ী শ্রমিক যারা ভিনরাজ্য থেকে ফিরেছেন । ইতিমধ্যেই 15 হাজারের মতো রিপোর্ট চলে এসেছে । মঙ্গলবার রাত পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছিল 348 । গতকাল নতুন করে 23 জনের শরীরে সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 371 জন।
কোচবিহারে কোরোনায় আক্রান্ত আরও 23 - কোরোনা
কোচবিহারে বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । কোরোনা আক্রান্ত হয়েছে আরও 23 জন ।
কোরোনা
ইতিমধ্যে জেলায় মোট সুস্থ হয়েছে 305 জন । আক্রান্তদের একটি বড় অংশ দিনহাটা মহকুমার বাসিন্দা হওয়ায় উদ্বেগ বেড়েছে সেখানে ।