পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গাঁজা পাচারের অভিযোগ, কোচবিহারে গ্রেপ্তার 2

আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের হদিশ পেল কোচবিহার জেলা পুলিশ । ঘটনার সঙ্গে জড়িত 2 জনকে গ্রেপ্তার করেছে তারা ।

photo
photo

By

Published : May 29, 2020, 12:41 PM IST

কোচবিহার, 29 মে : আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের হদিশ পেল কোচবিহার জেলা পুলিশ । অভিযান চালিয়ে 103 কেজি গাঁজা আটক করেছে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ । এই ঘটনায় একটি ট্রাকও আটক করেছে তারা । পাশাপাশি দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে । এদের দু'জনেরই বাড়ি বিহারের পটনায়।

কোচবিহার জেলার কোচবিহার 1, মাথাভাঙা 1 ও 2, দিনহাটা 1 ও দিনহাটা 2, সিতাই ও শীতলকুচি ব্লকে এই গাঁজা চাষ হয়ে থাকে । সারাবছর গাঁজা চাষের পর গাঁজা যখন তৈরি হয়ে যায় সেটিকে বিহার, উত্তর প্রদেশ থেকে ব্যবসায়ীরা এসে নিয়ে যায় । লকডাউনের কারণে বিহার ও উত্তর প্রদেশ থেকে পাচারকারীরা আসতে না পারায় এই গাঁজা পাচার এতদিন বন্ধ ছিল বলে পুলিশের ধারণা ।

তবে লকডাউন শিথিল হতেই এদিন নিশিগঞ্জ এলাকা থেকে গাঁজা নিয়ে ট্রাকে করে বিহারের উদ্দেশ্যে রওনা দেয় ওই পাচারকারীরা। পথে মানবাড়ি এলাকায় তাদের ধরে ফেলে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ । গ্রেপ্তার করা হয়েছে দু'জনকে । ধৃতরা হল মাধব রায় ও শ্রবণ কুমার । দু'জনের বাড়ি বিহারের পটনায়। কোচবিহারের পুলিশ সুপার ডাঃ সন্তোষ নিম্বলকর বলেন, “ গাঁজা চাষ ও গাঁজা পাচারের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে।"

ABOUT THE AUTHOR

...view details