পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দলীয় পতাকা লাগানো নিয়ে তৃণমূল-BJP সংঘর্ষ, আহত ২

দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হলেন দু'জন। আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে। মাথাভাঙা মহকুমার শীতলকুচি ব্লকের ডাকঘোরা এলাকার ঘটনা।

আহত কর্মী

By

Published : Mar 31, 2019, 11:15 PM IST

কোচবিহার, ৩১ মার্চ : তৃণমূল কংগ্রেস ও BJP-র সংঘর্ষে জখম হল দু'জন। তাদের নাম সুশীল বর্মণ ও বিরোধ বর্মণ। আজ মাথাভাঙা মহকুমার শীতলখুচি ব্লকের ডাকঘোড়া এলাকায় এই সংঘর্ষ হয়। আহতদের মাথাভাঙা হাসপাতালে ভরতি করা হয়েছে।

দলের পতাকা লাগানো নিয়ে আজ বচসা শুরু হয়। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মাথাভাঙায় BJP কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে। কয়েকদিন ধরেই এই এলাকায় পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা চলছে।

জেলা তৃণমূল নেতা তথা শীতলখুচির বিধায়ক হিতেন বর্মণ বলেন, "BJP বাইরের থেকে কয়েকজন গুন্ডা এনে আমাদের কর্মীদের হুমকি দেয়। আমাদের কর্মীরা প্রতিরোধ করার চেষ্টা করে। সেই সময় তৃণমূল কর্মীদের উপর BJP-র দুষ্কৃতীরা হামলা চালায়। কর্মীদের উপর পাথর ছুড়তে থাকে। এই ঘটনায় তৃণমূল কর্মী সুশীল বর্মণ আহত হয়েছে।"

BJP-র রাজ্য কমিটির সদস্য তথা BJP নেতা হেমচন্দ্র বর্মণ জানান, "দলের প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে ডাকঘোড়া এলাকায় কর্মীরা পতাকা লাগাচ্ছিল। সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের কর্মীদের উপর চড়াও হয়। দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আমাদের কর্মী বিরোধ বর্মণ গুরুতর জখম হয়েছে।"

শীতলখুচি থানার পুলিশের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উত্তেজনা এড়াতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details