কলকাতা, 16 জুলাই : দিল্লিতে নয় । তৃণমূল, কংগ্রেস, CPI(M) থেকে কেউ দলে যোগ দিতে চাইলে তাঁকে রাজ্যেই যোগ দিতে হবে । রাজ্য BJP-র তরফে জারি করা হল এই নির্দেশিকা । হালিশহর ও কাঁচরাপাড়ার বেশ কয়েকজন তৃণমূল কাউন্সিলর দিল্লি গিয়ে BJP-তে যোগ দিলেও কয়েকদিনের মধ্যেই তাঁদের অনেকেই পুরোনো দলে ফিরে যান । তাই বিড়ম্বনা এড়াতেই এই পদক্ষেপ বলে মনে করছেন অনেকে ।
লোকসভা নির্বাচনের পর থেকেই মুকুল রায়ের হাত ধরে তৃণমূলের অনেকেই BJP-তে যোগ দেন । দিল্লি গিয়ে দলে যোগ দেন তাঁরা । সেই যোগদান অনুষ্ঠানে দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাও উপস্থিত ছিলেন । কিন্তু, BJP-তে যোগদানের কয়েকদিনের মধ্যেই তাঁদের অনেককেই ফের তৃণমূল ভবনে দেখা যায় । পুরোনো দলে ফিরে যান তাঁরা। বিড়ম্বনায় পড়ে BJP নেতৃত্ব । আবার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম যোগ দেওয়ার পর বিরোধিতা করেছে দলেরই একাংশ । এরপরই যোগদান নিয়ে জারি করা হল কড়া নির্দেশ ।
দিল্লি গিয়ে যোগদান নয়, নির্দেশ রাজ্য BJP নেতৃত্বের
দিল্লি গিয়ে যোগদান নয় । এবার থেকে রাজ্যেই যোগদান করতে হবে । কড়া নির্দেশ BJP নেতৃত্বের ।
নির্দেশিকায় বলা হয়েছে, কেউ BJP-তে যোগ দিতে চাইলে তাঁকে বুথ স্তরে যোগ দিতে হবে। নিতে হবে BJP-র সদস্যপদ । এর পর মণ্ডল, জেলা ও রাজ্য স্তরে আলাদা আলাদা কমিটি তৈরি করা হচ্ছে । তবে বিধায়ক ও সাংসদদের দলে যোগ দেওয়ার জন্য রাজ্য দপ্তরে ব্যবস্থা করা হবে ।
রাজ্য় BJP-র সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় বলেন , "দিল্লি গিয়ে যোগ দিলেও তাঁকে তো কাজ করতে হবে বাংলায় । তাই কলকাতায় যোগ দেওয়াই ভালো । দিল্লি গিয়ে যোগ দিলে হবে না । দলের অনুমোদন নিয়ে এখানেই যোগ দিতে হবে । মেনে চলতে হবে রাজ্য নেতৃত্বের নির্দেশ ৷"