কলকাতা, 10 এপ্রিল : মেট্রোর নতুন রেকের ছাদ চুঁইয়ে জল পড়ায় নাজেহাল যাত্রীরা। সকাল সকাল নিজের গন্তব্যে পৌঁছানোর তাড়া। কেউ যাচ্ছেন অফিসে, কেউ স্কুল বা কলেজ। হঠাৎ করেই মেট্রোর ছাদ চুঁইয়ে পড়তে লাগল জল। ICF-র (ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি) মেট্রো রেকগুলির দ্বিতীয় কোচের ছাদ থেকে AC-র জল পড়তে থাকে।
3 এপ্রিল রাত থেকে আত্মপ্রকাশ করে এই নতুন মেট্রো রেক। আজ জল চুঁইয়ে পড়ার পরেই কোচটিকে পরীক্ষার জন্য তুলে নেওয়া হয়েছে।
কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে টানা এক বছর এই রেকগুলিকে পরীক্ষামূলকভাবে চালানো হয়। ওই সময়েই এই সমস্যাটি সামনে এসেছিল। যদিও পরে
এই সমস্যাটির সমাধান করা হয়।
কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, রেল কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে নিশ্চিত হয়ে তবেই এই রেকগুলি বাণিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি দিয়েছিল। তাই আবার কেন এমন হল সেটা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তারা আরও জানিয়েছে যে, চেন্নাইয়ের যে কারখানা থেকে রেকগুলি এসেছে তাদের নির্দেশ দেওয়া হবে যাতে এই ধরনের রেক আর তৈরি না হয়।