পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এক কার্ডেই বাস, ট্রাম ও লঞ্চে যাতায়াত করা যাবে

আগামীতে একটি স্মার্টকার্ড ব্যবহার করেই যাত্রীরা লঞ্চ, বাস ও ট্রামে যাতায়াত করতে পারবেন। গতকাল রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানান।

By

Published : Feb 16, 2019, 4:36 PM IST

কলকাতা, ১৬ ফেব্রুয়ারি : আগামীতে একটি স্মার্টকার্ড ব্যবহার করেই যাত্রীরা লঞ্চ, বাস ও ট্রামে যাতায়াত করতে পারবেন। গতকাল রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানান।

এই স্মার্টকার্ড ব্যবহার করে যাত্রীরা সরকারি লঞ্চের পাশাপাশি সরকারি বাস ও ট্রামে যাতায়াত করতে পারবেন। কলকাতা শহরের বিভিন্ন জায়াগায় ১৫টি কাউন্টার থেকে এই কার্ড কেনা ও রিচার্জ করা যাবে। প্রতিটি কার্ডের দাম ২০০ টাকা। গতকাল মিলেনিয়াম পার্কের জেটিতে বৈদ্যুতিন টোকেন মেশিনের উদ্বোধন অনুষ্ঠানে এসে একথা ঘোষণা করেন পরিবহনমন্ত্রী।

মন্ত্রী বলেন, এবার থেকে মেট্রোর মতো টোকেন ব্যবহার করে লঞ্চে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। ফেরিতে টোকেন সিস্টেম চালু করার ফলে টিকিট না কেটে পারাপারের সুযোগ কমবে। ফেরি ঘাটে বৈদ্যুতিন টোকেন মেশিনগুলির মাথায় হেডকাউন্ট ক্যাম্প বসানো রয়েছে। এর জেরে কতজন যাত্রী ফেরি ঘাট দিয়ে প্রতিদিন যাতায়াত করছেন সেই রেকর্ড পরিবহন দপ্তরের জল ও পর্যটন বিভাগ পেয়ে যাবে।

এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের খরচ হয়েছে প্রায় ২ কোটি ৭৮ লাখ টাকা। ফেরি ঘাট দিয়ে অনেকেই টিকিট না কেটে যাতায়াত করায় প্রায় ৫০ লাখ টাকা ক্ষতি হচ্ছিল রাজ্য সরকারের। এই ক্ষতি কমাতেই এই নতুন মেশিন চালু করা হচ্ছে। পাশাপাশি যাত্রীদের সুবিধার জন্য স্মার্ট কার্ড চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details