পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সরকারি প্রকল্পে কাটমানি রুখতে গ্রিভেন্স সেলের শীর্ষে নতুন মুখ IAS বরুণ কুমার রায়

সরকারি প্রকল্পে আর্থিক তছরুপ রুখতে এবার সরকারি গ্রিভেন্স সেলের মাথায় বসানো হল IAS অফিসার বরুণ কুমার রায়কে । CMO-তে প্রিন্সিপাল সেক্রেটারি পদমর্যাদায় OSD হিসেবে নিয়োগ করা হয় তাঁকে।

ছবিটি প্রতীকী

By

Published : Jul 2, 2019, 5:26 PM IST

কলকাতা, 2 জুলাই : কাটমানি নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি । কাটমানি ফেরতের দাবিতে জেলায় জেলায় চলছে বিক্ষোভ । আগেই সরকারি প্রকল্পে কাটমানি রুখতে অভিযোগ জানাতে গ্রিভেন্স সেল খোলা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে । এবার সেই সেলের দায়িত্ব দেওয়া হল একজন IAS অফিসারকে । IAS বরুণ কুমার রায়কে দেওয়া হল দায়িত্ব । এর আগে তিনি মালদা ডিভিশনের কমিশনারের দায়িত্বে ছিলেন।

এ বার মুখ্যমন্ত্রীর দফতরে CMO-তে প্রিন্সিপাল সেক্রেটারি পদমর্যাদায় OSD (বিশেষ দায়িত্বপ্রাপ্ত অফিসার) হিসেবে নিয়োগ করা হল তাঁকে । সরকারি প্রকল্পে আর্থিক তছরুপের বিষয়টি এবার থেকে সরাসরি তিনিই দেখবেন ।

সম্প্রতি কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী তোলেন কাটমানি প্রসঙ্গ । বলেন, "কে, কোথা থেকে কাটমানি তুলছে আমার কাছে সব খবর আছে । তাদের জন্যই আমার এত বদনাম । " সেইসঙ্গে অবিলম্বে কাটমানি ফেরত দেওয়ার নির্দেশ দেন তিনি । তারপর থেকেই রাজ্যজুড়ে কাটমানি ফেরতের দাবিতে শুরু হয় বিক্ষোভ । বিক্ষোভের জেরে শাসক দলের অনেক নেতা-কর্মীরাই ঘরছাড়া । তবে এই বিক্ষোভে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমস্যা হচ্ছে বলে কয়েকদিন আগেই বলেছিলেন রাজ্যের ADG (আইন শৃঙ্খলা) জ্ঞানবন্ত সিং । সেই সূত্রেই তিনি সমস্ত পুলিশ সুপার এবং কমিশনারদের নির্দেশ দেন কাটমানি সংক্রান্ত অভিযোগ এলে তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে হবে । প্রয়োজনে করতে হবে মামলা । রাজ্যের নাগরিকদের কাছে তিনি আবেদন জানান, আইন নিজের হাতে তুলে না নিতে । বিক্ষোভ না দেখিয়ে কাটমানি সংক্রান্ত বিষয় নিয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার অনুরোধ করেন তিনি । আশ্বাস দেন, কাটমানির টাকা ফেরত দিতে প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ করবে পুলিশ । কিন্তু তার আবেদনে খুব একটা কাজ যে হয়নি তা অবশ্য স্পষ্ট, কারণ এরপরেও তৃণমূল নেতা-কর্মীদের বাড়ি ঘিরে চলছে বিক্ষোভ ।

রাজ্যের এই পরিস্থিতির মধ্যেই নবান্নর তরফে একটি নির্দেশিকা জারি করা হয় গতকাল । নির্দেশিকায় বলা হয়, IAS বরুণ কুমার রায়কে সরকারি প্রকল্পে আর্থিক তছরুপ রুখতে নিয়োগ করা হয়েছে । তিনি সরকারি প্রকল্পগুলির হাল-হকিকত নিজে দেখবেন । অর্থাৎ দুই টাকা কেজি দরে চাল থেকে শুরু করে কন্যাশ্রী কিংবা বিধবা ভাতায় যদি কেউ কাটমানি নেন তাহলে সেবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন বরুণ কুমার রায় ।

ABOUT THE AUTHOR

...view details