পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সারদা-নারদ তদন্তে গতি আনতে কলকাতায় নাগেশ্বর রাও

সারদা, নারদ সহ বিভিন্ন আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত তদন্তের কাজে গতি আনতে কলকাতায় এলেন CBI -এর অ্যাডিশনাল ডিরেক্টর নাগেশ্বর রাও ।

নাগেশ্বর রাও

By

Published : Jun 13, 2019, 9:33 PM IST

Updated : Jun 13, 2019, 9:44 PM IST

বিধাননগর, 13 জুন : কলকাতায় এলেন CBI -এর অ্যাডিশনাল ডিরেক্টর নাগেশ্বর রাও । ওয়াকিবহাল মহলের অনুমান, সারদা, নারদ সহ বিভিন্ন আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত তদন্তের কাজে গতি আনতে তিনি কলকাতায় এসেছেন ।

আজ দুপুর 12 টা নাগাদ কলকাতার সল্টলেকের CGO কম্প্লেক্সে আসেন তিনি । ইতিমধ্যেই একাধিক তদন্তকারী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন । তদন্ত সংক্রান্ত বিভিন্ন ফাইল খতিয়ে দেখবেন তিনি । বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির তদন্তে প্রয়োজনীয় পরামর্শ দেবেন তদন্তকারী আধিকারিকদের । রাজীব কুমারকে ফের জিজ্ঞাসাবাদ করতে হলে কী করতে হবে সেই সংক্রান্ত আলোচনা করতে এদিন নাগেশ্বর রাওয়ের সঙ্গে দেখা করেন CBI (কলকাতা)-র পদস্থ আধিকারিকরা ।

ভিডিয়োয় দেখুন

10 জুলাই পর্যন্ত রাজীব কুমারের রক্ষাকবচ রয়েছে । আগামী 2 জুলাই হাইকোর্টে ফের রাজীব মামলার শুনানি হবে । এর আগে 7 জুন রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করেছিল CBI । সূত্রের খবর, অনেক প্রশ্নের আশানুরূপ উত্তর না মেলায় ফের জিজ্ঞাসাবাদ করতে পারে CBI । তবে ফের জিজ্ঞাসাবাদ করতে হলে নতুন করে নোটিশ দিতে হবে । এবার নাগেশ্বর রাওয়ের পরামর্শে সেই প্রক্রিয়াই শুরু করতে চলেছেন CBI (কলকাতা)-র পদস্থ আধিকারিকরা ।

Last Updated : Jun 13, 2019, 9:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details