পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মদন মিত্রকে প্রাণে মারতে চাইছে BJP, কমিশনে অভিযোগ তৃণমূলের - tmc

মদন মিত্রকে প্রাণে মারতে চাইছে BJP । নির্বাচন কমিশনে এই অভিযোগ জানাল তৃণমূল ।

মদন মিত্র

By

Published : May 19, 2019, 6:04 PM IST

কলকাতা, 19 মে : মদন মিত্রকে প্রাণে মারতে চাইছে BJP । নির্বাচন কমিশনে এই অভিযোগ জানাল তৃণমূল । মেইল করে মুখ্য নির্বাচনী আধিকারিককে হস্তক্ষেপ করতে আবেদন জানানো হয়েছে তাদের তরফে ।

ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে অশান্তির অভিযোগ এনে মুখ্য নির্বাচনী আধিকারিককে একটি মেইল করেছেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট তপাদার । তাঁর অভিযোগ, একাধিক বুথে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে ।

আজ কাঁকিনাড়ার কাঁটাপুকুরে মদন মিত্রর গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে । সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ও BJP কর্মীরা । দফায় দফায় চলে বোমাবাজি। পরে মদন মিত্রর গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। শেষমেশ গাড়ি ঘুরিয়ে এলাকা ছাড়েন তিনি ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details