পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শোভন আমার বন্ধু, আমি ওকে ফোন করেছিলাম : ফিরহাদ - শোভন চট্টোপাধ্যায়

বাংলা বাঁচাও আন্দোলনে শামিল করতেই শোভনবাবুকে ফোন করেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । তবে উত্তরে তিনি কী জানালেন সেই প্রসঙ্গ অবশ্য এড়িয়ে গেলেন ।

ফিরহাদ হাকিম

By

Published : May 27, 2019, 9:54 PM IST

Updated : May 27, 2019, 11:29 PM IST

কলকাতা, 27 মে : লাগাম তৃণমূলের হাতে থাকলেও গেরুয়া ঝড়ে বেশ কিছুটা বিধ্বস্ত ঘাসফুল শিবির । লোকসভায় আসন সংখ্যা 36 থেকে নেমে হয়েছে 22 । ঘাড়ের উপর 18 আসন নিয়ে নিশ্বাস ফেলছে গেরুয়া শিবির । সামনে 2021-শে আবার বিধানসভা নির্বাচন । তাই ঘুরে দাঁড়াতে দলের অন্দরেই শুরু হয়েছে আত্মবিশ্লেষণ । ফলাফলের পর্যালোচনা । কীভাবে ফের মানুষের মন জয় কার যায় তারজন্য স্ট্র্যাটেজি নির্ধারণ । এই অবস্থায় আবারও পুরোনো সহযোদ্ধা যাঁরা সিঙ্গুর, নেতাই, নন্দীগ্রামের আন্দোলনে সামিল হয়েছিলেন তাঁদের এবার বাংলা বাঁচাও আন্দোলনে সামিল করতে আসরে নেমেছে তৃণমূল । সম্প্রতি কলকাতা পৌরনিগমের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বর্তমান মেয়র ফিরহাদ হাকিম ফোনে যোগাযোগ করেছেন এমন জল্পনা তুঙ্গে উঠেছিল । আজ সাংবাদিকদের মুখোমুখি সেই জল্পনার অবসান ঘটালেন ফিরহাদ ।

আপনি কি শোভনবাবুকে ফোন করেছিলেন ?

ফিরহাদ হাকিম বলেন, "হ্যাঁ আমি ফোন করেছিলাম । শোভন আমার বন্ধু, আমি শোভনকে ফোন করেছিলাম । আমি চাই, আমার যারা মমতা ব্যানার্জির নেতৃত্বে দীর্ঘ 30 বছর ধরে লড়াই করেছি, তারা সবাই আবার মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলা বাঁচাও আন্দোলন করি । বাংলায় আজ একটা সাম্প্রদায়িকতার ভাব এসেছে । বাংলার কৃষ্টি-সংস্কৃতি সেটা সরিয়ে দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে । বাংলার মানুষের উপর অত্যাচার হচ্ছে । সেইটাকে রুখবার জন্য আমাদের বাংলা বাঁচাও আন্দোলন করতে হবে । মমতা ব্যানার্জির নেতৃত্বে যারা বামফ্রন্টের স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছিল, তাদের সবাইকে আবার আমরা এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছি ।" তিনি আরও বলেন, "আমরা তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের কাছে দায়বদ্ধ । আমরা সিঙ্গুরের আন্দোলন করেছি চাষিদের জন্য । আমরা নেতাইয়ের আন্দোলন করেছি, নন্দীগ্রামের আন্দোলন করেছি । বাংলার যেরকম কৃষকে বাঁচানোর জন্য লড়াই করেছি, শ্রমিককে বাঁচানোর জন্যও লড়াই করেছি । সেরকম এবার বাংলার সংস্কৃতি বাঁচাতেই লড়াই করব ।"

ভিডিয়োয় শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য

শোভনবাবু কী বললেন ?

ফিরহাদ হাকিম বলেন,"এটা আমাদের দু'বন্ধুর মধ্যে কথা হয়েছে । এটা আমি প্রেসকে কেন বলব ? "

বিভিন্ন রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও BJP- কর্মীদের উপর আক্রমণ হচ্ছে । তাঁদের গুলি করে মারা হচ্ছে । অশান্তি তৈরি করছে শাসকদল তৃণমূল । কী বলবেন এই বিষয়ে ?

ফিরহাদ হাকিম বলেন, "অসত্য কথা বলছেন আমাদের প্রধানমন্ত্রী । তার কারণ পশ্চিমবঙ্গে গুলি করে কাউকে মারা হয়নি । বরং ভাটপাড়ায় BJP প্রচুর বাংলার মানুষকে, যাঁরা বাংলায় কথা বলেন তাঁদের মেরে ঘরছাড়া করছে । প্রচুর সংখ্যালঘু মানুষকে মেরে ঘরছাড়া করছে । যে যার মতো করে দল করবে । পশ্চিমবঙ্গে স্বাধীনতা আছে, গণতন্ত্র আছে । এই যে হিংসার কথা বলছেন, হিংসায় তো সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসের কর্মী মারা গেছে । ওরা ঝাড়খণ্ড, বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এসে বিহার ও গুজরাতের কালচার করে আমাদের বাংলার মানুষকে বেশি মারছে ।" তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী । তিনি দেখবেন যে পাকিস্তান বর্ডারে কতজন মারা গেছেন ? ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট । নিশ্চিতভাবে MCC রয়েছে বলে ল অ্যান্ড অর্ডার অনেকটা খারাপ হয়ে গিয়েছিল । আবার সেই ল অ্যান্ড অর্ডার স্টেট গভর্নমেন্ট নিশ্চিতভাবে ঠিক করবেন । এইটা প্রধানমন্ত্রী ঠিক কথা বলছেন না ।"

দলে কোনও বেনোজল রয়েছে ?

ফিরহাদ হাকিম বলেন, "আমি বিশ্বাস করি না বেনোজল রয়েছে । যে দল আন্দোলন করে ওঠে সেই দলে আন্দোলনকারীরা থাকে । "

শুভ্রাংশু দিল্লি গেছে, এই প্রসঙ্গে কী বলেবেন ?

হাল্কা হাসি মুখে ফিরহাদবাবু জানান, এটা তো হওয়ারই ছিল ।

তবে শোভনবাবু ফিরহাদ হাকিমের আহ্বানে সাড়া দিয়ে ফের দলে ফিরবেন কি না তা অবশ্য জানা যায়নি ।

Last Updated : May 27, 2019, 11:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details