কলকাতা, 27 মে : লাগাম তৃণমূলের হাতে থাকলেও গেরুয়া ঝড়ে বেশ কিছুটা বিধ্বস্ত ঘাসফুল শিবির । লোকসভায় আসন সংখ্যা 36 থেকে নেমে হয়েছে 22 । ঘাড়ের উপর 18 আসন নিয়ে নিশ্বাস ফেলছে গেরুয়া শিবির । সামনে 2021-শে আবার বিধানসভা নির্বাচন । তাই ঘুরে দাঁড়াতে দলের অন্দরেই শুরু হয়েছে আত্মবিশ্লেষণ । ফলাফলের পর্যালোচনা । কীভাবে ফের মানুষের মন জয় কার যায় তারজন্য স্ট্র্যাটেজি নির্ধারণ । এই অবস্থায় আবারও পুরোনো সহযোদ্ধা যাঁরা সিঙ্গুর, নেতাই, নন্দীগ্রামের আন্দোলনে সামিল হয়েছিলেন তাঁদের এবার বাংলা বাঁচাও আন্দোলনে সামিল করতে আসরে নেমেছে তৃণমূল । সম্প্রতি কলকাতা পৌরনিগমের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বর্তমান মেয়র ফিরহাদ হাকিম ফোনে যোগাযোগ করেছেন এমন জল্পনা তুঙ্গে উঠেছিল । আজ সাংবাদিকদের মুখোমুখি সেই জল্পনার অবসান ঘটালেন ফিরহাদ ।
আপনি কি শোভনবাবুকে ফোন করেছিলেন ?
ফিরহাদ হাকিম বলেন, "হ্যাঁ আমি ফোন করেছিলাম । শোভন আমার বন্ধু, আমি শোভনকে ফোন করেছিলাম । আমি চাই, আমার যারা মমতা ব্যানার্জির নেতৃত্বে দীর্ঘ 30 বছর ধরে লড়াই করেছি, তারা সবাই আবার মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলা বাঁচাও আন্দোলন করি । বাংলায় আজ একটা সাম্প্রদায়িকতার ভাব এসেছে । বাংলার কৃষ্টি-সংস্কৃতি সেটা সরিয়ে দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে । বাংলার মানুষের উপর অত্যাচার হচ্ছে । সেইটাকে রুখবার জন্য আমাদের বাংলা বাঁচাও আন্দোলন করতে হবে । মমতা ব্যানার্জির নেতৃত্বে যারা বামফ্রন্টের স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছিল, তাদের সবাইকে আবার আমরা এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছি ।" তিনি আরও বলেন, "আমরা তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের কাছে দায়বদ্ধ । আমরা সিঙ্গুরের আন্দোলন করেছি চাষিদের জন্য । আমরা নেতাইয়ের আন্দোলন করেছি, নন্দীগ্রামের আন্দোলন করেছি । বাংলার যেরকম কৃষকে বাঁচানোর জন্য লড়াই করেছি, শ্রমিককে বাঁচানোর জন্যও লড়াই করেছি । সেরকম এবার বাংলার সংস্কৃতি বাঁচাতেই লড়াই করব ।"
শোভনবাবু কী বললেন ?
ফিরহাদ হাকিম বলেন,"এটা আমাদের দু'বন্ধুর মধ্যে কথা হয়েছে । এটা আমি প্রেসকে কেন বলব ? "
বিভিন্ন রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও BJP- কর্মীদের উপর আক্রমণ হচ্ছে । তাঁদের গুলি করে মারা হচ্ছে । অশান্তি তৈরি করছে শাসকদল তৃণমূল । কী বলবেন এই বিষয়ে ?