কলকাতা, 14 মে : "একটা শান্তিপূর্ণ রোড-শো চলছিল । আর সেটাও দেশের যে শাসকদল তার সর্বভারতীয় সভাপতির রোড শো । আর সেখানে বারবার গুন্ডারা ইট, পাথর মারছিল । কালো পতাকা দেখাচ্ছিল । গো ব্যাক বলছিল পুলিশের সামনে । যখন ঘটনাটি ঘটছিল আমাদের লোকেরা প্রতিবাদ করছিল । আর ঘটনা বা দুর্ঘটনা যাই ঘটে থাকুক, আমাদেরই দোষারোপ করা হচ্ছে ।" আজ কলকাতায় অমিত শাহর রোড শো ঘিরে যে ধুন্ধুমার বাধে সেই প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই মন্তব্য করেন ।
তিনি আরও বলেন, "গুন্ডারা আমাদের উপরে আক্রমণ করে । তারাই ভাঙচুর করেছে । কিন্তু মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী বলছেন ঘটনাটি লজ্জাজনক । আমি বলছি, বিশ্ববিদ্যালয়, হস্টেলের ভিতরে এইরকম দুষ্কৃতীরা কী ভাবে থাকতে পারে ? যারা ওখান থেকে ভাঙচুর করে ? গালিগালাজ করে ? শান্তিপূর্ণ ব়্যালিতে আক্রমণ করে ? আর তাদের বাঁচাতে BJP-কে দোষারোপ করা হয় । দুর্ভাগ্যজনক বিষয় । "