পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্য জয়েন্টে কৃতীদের লক্ষ্য ভিনরাজ্যের IIT - kolkata

রাজ্য জয়েন্টে সেরা দশে স্থান পাওয়া কৃতীদের লক্ষ্য ভিনরাজ্যের IIT । সেরা দশের তালিকায় প্রথম হয়েছেন সোহম মিস্ত্রি, দ্বিতীয় স্থানে রয়েছেন তমোজিৎ ব‍্যানার্জি ও তৃতীয় স্থানে কৌস্তভ সেন । তাঁরা প্রত‍্যেকেই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চান IIT থেকে । তাঁদের লক্ষ্য মুম্বই বা দিল্লির IIT।

তমোজিৎ ব‍্যানার্জি

By

Published : Jun 20, 2019, 11:46 PM IST

Updated : Jun 21, 2019, 12:04 AM IST

কলকাতা, 20 জুন : বহাল রইল রাজ্যের বাইরে পড়তে যাওয়ার ট্রেন্ড । রাজ‍্য জয়েন্টে সেরা দশে আসা কৃতীদের লক্ষ্য ভিনরাজ‍্যের IIT-গুলি । রাজ্য জয়েন্ট (WBJEE)-এর প্রবেশিকা পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম স্থানাধিকারীদের কেউই রাজ‍্যে পড়ার ইচ্ছা প্রকাশ করেননি । JEE অ্যাডভান্সে ভালো র‍্যাঙ্ক করায় তাঁদের লক্ষ্য অন্য রাজ‍্যের IIT-গুলি । সেরা দশের তালিকায় প্রথম হয়েছেন সোহম মিস্ত্রি, দ্বিতীয় স্থানে রয়েছেন তমোজিৎ ব‍্যানার্জি ও তৃতীয় স্থানে কৌস্তভ সেন তাঁরা প্রত‍্যেকেই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চান IIT থেকে । তাঁদের লক্ষ্য মুম্বই বা দিল্লির IIT।

রাজ‍্য জয়েন্টে প্রথম স্থানাধিকারী সোহম মিস্ত্রি এই সাফল‍্যে খুব খুশি । তিনি বলেন, "প্রথমেই আমি আমার বাবা ও মা-কে ধন্যবাদ জানাব । তাঁরা সবসময় পিছনে থেকেছেন । আমাকে কোনদিনও মানসিক চাপ দেননি যে ফার্স্ট হতে হবে বা সেকেন্ড হতে হবে । নিজের 100 শতাংশ দিয়ে আসিস, এটাই বলেছে ব‍্যাস । আমি খুবই খুশি । আমি আমার বাবা-মা-কে গর্বিত করতে পেরেছি । শিক্ষক-শিক্ষিকাদেরও গর্বিত করতে পেরেছি । বোর্ড আর এন্ট্রান্স এক্সামিনেশনের মধ্যে ব্যালেন্স করাটা খুব কঠিন । তার জন্য 6 ঘণ্টা সেল্ফ-স্টাডি তো করেইছি । ফ্রি টাইমে একটু টিভি দেখতাম, সিনেমা দেখতাম, পার্সোনালিটি ডেভলপমেন্ট বই পড়েছি ।" উচ্চশিক্ষার জন্য IIT মুম্বই লক্ষ্য সোহমের । তিনি বলেন, "আমি JEE অ্যাডভান্সে 48 র‍্যাঙ্ক করেছি । তো আমি IIT মুম্বই থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ব ।"

ভিডিয়োয় দেখুন

দ্বিতীয় স্থানাধিকারী সাউথ পয়েন্ট হাইস্কুলের ছাত্র তমোজিৎ ব‍্যানার্জি বলেন, "আমার ক্লাস 9 থেকেই সায়েন্স আর ম‍্যাথের প্রতি খুব ভালোবাসা ছিল । ক্লাস 11-এ উঠে IIT, JEE আর WBJEE-এর ব‍্যাপারে শুনলাম । তাই ওই সংক্রান্ত পড়াশোনা করেছিলাম । মা-বাবা এই সাফল্য পেতে খুব সাহায্য করেছেন । আমার বন্ধুরাও খুব সাহায্য করেছিল । আমি ক্লাস 11-এ 2 ঘণ্টা সেল্ফ-স্টাডিতে মোটামুটি প্রত‍্যেকদিন দিতাম । ক্লাস 12-এ তিন-চার ঘণ্টা দিতাম । বাড়ি থেকে স্কুলে যেতে দেড় ঘণ্টা ও আসতে দেড় ঘণ্টা সময় লাগত । যাতায়াতের সময়টাও মাঝেমধ্যে ব্যবহার করতাম বই পড়ে । বন্ধু ও শিক্ষক-শিক্ষিকারাও খুব সাহায্য করেছেন ।" স্বপ্ন IIT মুম্বাই থেকে পড়ার । কিন্তু JEE অ্যাডভান্সে র‍্যাঙ্ক সেভাবে না করায় IIT দিল্লি থেকে পড়বেন তিনি । তারপরে M.Tech করবেন ।

তৃতীয় স্থানাধিকারী কৌস্তভ বলেন, "আমার তো খুব ভালো লাগছে । সবাই খুব খুশি । আর এই সাফল‍্যে সবারই কৃতিত্ব আছে । আমার মেইন টার্গেট ছিল JEE অ্যাডভান্স । WBJEE-র জন্য আমি সময় কম দিতাম । তাও আমার মাথায় ছিল যে আমায় কিছু করতে হবে ।" JEE অ্যাডভান্সে 42 র‍্যাঙ্ক করে কৌস্তভের লক্ষ্য IIT মুম্বই । তিনি বলেন, "আমি IIT মুম্বই থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাই।"

রাজ‍্য জয়েন্টে এত ভালো সাফল্যের পরেও রাজ্যের বাইরে কেন পড়তে যাচ্ছেন?

সোহম মিস্ত্রি বলেন, "প্রথমত এখন অনেক র‍্যাঙ্কিং সিস্টেম এসেছে । যেখানে দেখা যাচ্ছে প্রতি বছরই যাদবপুর বিশ্ববিদ্যালয় বা পশ্চিমবঙ্গের যে কোনও ইনস্টিটিউটই নেমে যাচ্ছে । এমন কী খড়গপুরের মানটাও আস্তে আস্তে কমছে । যাদবপুরে তো অনেক বিক্ষোভ হচ্ছে আজকাল । " তমোজিৎ বলেন, "আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল IIT-তে পড়ব ।" আর কৌস্তভ বলেন, " IIT মুম্বই বা যে অন্য কোনও IIT-র পরিকাঠামো আমাদের পশ্চিমবঙ্গের যাদবপুরের থেকে অনেক ভালো । এটাই একমাত্র কারণ ।"

Last Updated : Jun 21, 2019, 12:04 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details