পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিধানসভায় কর্নাটক ইশুতে "হর্স ট্রেডিং"-এর বিরোধিতা করে প্রস্তাব গৃহীত - congress

কর্নাটকে বিধায়কদের পদত্যাগ ইশুতে গতকাল বিধানসভায় "হর্স ট্রেডিং"-এর বিরোধিতা করে প্রস্তাব গৃহীত হয় । পরে বিধানসভার বাইরেও একইভাবে কর্নাটকের পরিস্থিতির নিন্দা করেন মুখ্যমন্ত্রী । এবং সে রাজ্যে রাজনৈতিক সংকটের জন্য BJP - কে দায়ি করেন তিনি ।

মমতা ব্যানার্জি

By

Published : Jul 11, 2019, 4:28 AM IST

কলকাতা, 11 জুলাই: কর্নাটকের রাজনৈতিক পরিস্থিতির তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । গতকাল রাজ্য বিধানসভায় কর্নাটকে রাজনৈতিক সংকটের বিরোধিতা করে প্রস্তাব গৃহীত হয় ।

বিধানসভা অধিবেশনে কংগ্রেস নেতা নেপাল মাহাতো বলেন, "এইমাত্র খবর পেলাম কর্নাটকে কংগ্রেস বিধায়কদের আটকে রাখা হয়েছে । এর প্রতিবাদ জানানোর প্রয়োজন বোধ করছি ।" বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন," দল ভাঙার এবং সরকার ভাঙার খেলায় বড় বিড়ম্বনা হচ্ছে । আমরা এই খেলার বিরুদ্ধে । ওই রাজ্য, এ রাজ্য - সর্বত্রই গণতন্ত্রে এরকম ঘটনার বিরোধিতা করাই উচিত । " মুখ্যমন্ত্রী বলেন, " আমিও কর্নাটকের খবরটা পেয়েছি । সাংবাদিকদেরও আটকে রাখা হয়েছে । বিধায়কদের দলত্যাগে বাধ্য করা হচ্ছে । এখানে আমাদের মধ্যে রাজনৈতিক ভাবনায় কোনও পার্থক্য নেই । কর্নাটকে যে ষড়যন্ত্র চলছে, তার তীব্র ধিক্কার জানাচ্ছি । এই বার্তা সারা দেশে যাওয়া উচিত ।" এর পর বিধানসভার অধ্যক্ষ বলেন, "হর্স ট্রেডিং-এর তীব্র বিরোধিতা করছি । অধিবেশনে এই প্রস্তাব গৃহীত হল ।"

বিধানসভা বাইরেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে কর্নাটকের পরিস্থিতির নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী । তিনি এই ইশুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন । বলেন, "এটা খুব নোংরা রাজনীতি । আজ কোনও দল ক্ষমতায় রয়েছে । কাল নাও থাকতে পারে । কিন্তু সরকার অচল হলে চলবে না । সাংবিধানিক অচলাবস্থা তৈরি হয়েছে । যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপর আঘাত হানা হচ্ছে । এখন কর্নাটকের এই পরিস্থিতি । এরপর মধ্যপ্রদেশ, তারপর রাজস্থান ।" নাম না করে BJP-কে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, "এক মাস আগেই নির্বাচিত হয়ে কেন্দ্রে সরকার গঠন করেছে । যে কাজ করা উচিত তা না করে রাজ্যগুলিতে সরকার ভাঙার কাজ করছে । "

ABOUT THE AUTHOR

...view details