পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের ক্যাডাররা পুলিশের উর্দি পরে আইনশৃঙ্খলা দেখছে: নির্মলা সীতারমন - police

ঝটিকা সফরে আজ কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। আজ সল্টলেকের এক প্রেক্ষাগৃহে ডঃ শ্যামাপ্রসাদ রায় রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত জাতীয় সুরক্ষা বিষয়ক আলোচনা সভায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কংগ্রেসের সমালোচনা করেন।

By

Published : Mar 18, 2019, 12:59 AM IST

বিধাননগর, ১৭ মার্চ : ঝটিকা সফরে আজ কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। আজ সল্টলেকের এক প্রেক্ষাগৃহে ডঃ শ্যামাপ্রসাদ রায় রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত জাতীয় সুরক্ষা বিষয়ক আলোচনা সভায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কংগ্রেসের সমালোচনা করেন।

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী বলেন, "মুখ্যমন্ত্রীর পদ নির্বাচিত এবং সাংবিধানিক। তা সত্ত্বেও এ রাজ্যের মুখ্যমন্ত্রী সন্ত্রাসবিরোধী কাজকর্মের প্রমাণ চাইছেন। বিভিন্ন দেশ ভারতের সরকারের পাশে দাড়িয়ে বক্তব্য রেখেছে, তা সত্ত্বেও তিনি প্রমাণ চাইছেন। এক সময় ইংরেজ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন করেছিলেন গান্ধীজি। আর এই রাজ্যে এখন ভারতের নির্বাচিত সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করেছে তৃণমূল কংগ্রেস। নিজের দেশের মধ্যে এই ধরনের অসহযোগ আন্দোলন করা যায় কি?"

রাজ্যের পরিস্থিতি নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন নির্মলা সীতারমন। তিনি বলেন, "আগে কংগ্রেস, তারপরে কমিউনিস্ট অনেক অত্যাচার করেছে। কিন্তু আপনিও (মমতা বন্দ্যোপাধ্যায়) একই কাজ করে চলেছেন। আপনি কংগ্রেস এবং কমিউনিস্ট থেকে কী শিখলেন? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার রাজ্যে ক্ষমতায় এসেছে। তা সত্ত্বেও কেন ভয় পাচ্ছে? আমরা বড়জোর এখানে ভোট চাইতে আসতে পারি। তাতে সমস্যা কোথায়? এ রাজ্যে কেউ বিনিয়োগ করতে আসতে চায় না? রাজ্যের পরিস্থিতি এতটাই খারাপ।"

রাজ্যের পুলিশকে কটাক্ষ করে তিনি বলেন, "বাম জমানায় পার্টির ক্যাডাররা পুলিশ ছিল। তারপর যা হয়েছে তা CPI(M)-র জেরক্স কপি। TMC-র ক্যাডাররা পুলিশের উর্দি পরে আইনশৃঙ্খলা দেখাশোনা করছে। হয়তে তারাও CPI(M) থেকে এসেছে। এখন তৃণমূলের কর্মীতে পরিণত হয়েছে। এখানে আইনশৃঙ্খলার ব্যবস্থা ঠিক নেই। সাধারণ মানুষ পুলিশের কাছে কী সাহায্য চাইবে?"

কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন, "এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে মোদি সরকার। বিভিন্ন দেশ ভারতের পাশে দাঁড়াচ্ছে। অথচ কংগ্রেস তার রাজত্বকালে সন্ত্রাসের কড়া জবাব দিতে ব্যর্থ হয়েছে। ২৬/১১ মুম্বই হামলার পর পাকিস্তানকে তাদের ভাষায় জবাব দিতে ব্যর্থ হয়েছে কংগ্রেস। অথচ সেই কংগ্রেস এখন সার্জিকাল স্ট্রাইক-এর প্রমাণ চাইছে। যারা শহিদ হলেন তাদের সঙ্গে কি এভাবেই সহমর্মিতা দেখাচ্ছে কংগ্রেস?"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details