কলকাতা, 14 জুলাই : মমতা বন্দ্যোপাধ্যায়কে দলীয় কর্মীদের "মা" বলে সম্বোধন করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । গতকাল বেহালায় এক পদযাত্রায় যোগ দেন তিনি । সেখানে BJP থেকে কাউন্সিলরদের তৃণমূলে ফেরা প্রসঙ্গে বলেন, "দল ছেড়ে যাওয়ার 4 দিন পর আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে আসছে সবাই । কে না চায় মায়ের আঁচলে ফিরে আসতে ? কেউ কি আর দাদার রুমাল ভালোবাসে ?"
কে না চায় মায়ের আঁচলে ফিরতে ? কাউন্সিলরদের দলে ফেরা প্রসঙ্গে বললেন পার্থ
কাঁচড়াপাড়ার 9 জন কাউন্সিলর তৃণমূলে ফেরায় হালিশহরের পাশাপাশি কাঁচড়াপাড়া পৌরসভাতেও ফের সংখ্যাগরিষ্ঠ হল তৃণমূল । সেই প্রসঙ্গে বলতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে দলীয় কর্মীদের "মা" বলে সম্বোধন করেন পার্থ চট্টোপাধ্যায় ।
21 জুলাইয়ের সমাবেশকে সফল করতে গতকাল বেহালার 14 নম্বর বাসস্ট্যান্ড থেকে পদযাত্রা করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । ছিলেন তারক সিং সহ স্থানীয় তৃণমূল কাউন্সিলররা । সেই পদযাত্রা চলাকালীনই ফের দলে যোগ দিতে তৃণমূল ভবনে হাজির হন কাঁচড়াপাড়ার 9 জন কাউন্সিলর । এর আগে তৃণমূলে ফিরে এসেছেন হালিশহর পৌরসভার কাউন্সিলররাও । এর জেরে হালিশহরের পাশাপাশি কাঁচড়াপাড়া পৌরসভাতেও ফের সংখ্যাগরিষ্ঠ হল তৃণমূল । সেই প্রসঙ্গে বলতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে দলীয় কর্মীদের "মা" বলে সম্বোধন করেন তিনি ।
এদিকে গতকাল মুকুল রায় দাবি করেন, তৃণমূল সহ অন্য দলের অনেক বিধায়ক BJP-তে আসার জন্য পা বাড়িয়ে রয়েছে । তাঁর কথায়, "রাজ্যের 107 জন বিধায়ক BJP-তে আসতে প্রস্তুত । অধিকাংশই তৃণমূল বিধায়ক ।" এই প্রসঙ্গে পার্থবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "চমক একটাই । যাঁরা যাচ্ছেন তাঁরা আবার ঘরে ফিরে আসছেন ।"