পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল নেতা দিলীপ খুনের জের? সরানো হল পুলিশ কমিশনারকে - tmc leader

বদলি করা হল চন্দননগরের পুলিশ কমিশনার অভিষেক চতুর্বেদীকে । নতুন কমিশনারের পদে পাঠানো হল হুমায়ুন কবীরকে ।

ছবিটি প্রতীকী

By

Published : Jul 1, 2019, 10:13 PM IST

Updated : Jul 1, 2019, 10:19 PM IST

কলকাতা, 1 জুলাই : আজ চন্দননগরের পুলিশ কমিশনার বদলের কথা জানিয়ে দিল নবান্ন । পুলিশ কমিশনার অভিষেক চতুর্বেদীকে সরিয়ে ওই পদে পাঠানো হল হুমায়ুন কবীরকে । ব্যান্ডেলের তৃণমূল নেতা দিলীপ রাম খুনের জেরেই এই বদলি বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।

আরও পড়ুন: ব্যান্ডেলে তৃণমূল নেতা খুন, CBI তদন্তের দাবি স্ত্রী নীতুর

এর আগেই সরানো হয়েছিল চুঁচুড়া থানার IC নিরুপম ঘোষকে । তাঁর জায়গায় আনা হয়েছিল অরিজিৎ দাশগুপ্তকে । গতকাল সন্ধ্যায় বদলি করা হয়েছিল ব্যান্ডেল ফাঁড়ির ইনচার্জ দীপশ্রী সেনগুপ্তকে । শনিবার ব্যান্ডেল স্টেশনের কাছে খুন হন তৃণমূল নেতা দিলীপ রাম । ঘটনায় CBI তদন্ত দাবি করেন দিলীপবাবুর স্ত্রী তথা ব্যান্ডেল পঞ্চায়েত প্রধান নীতু সিং । তিনি গতকাল অভিযোগ করেছিলেন, "24 ঘণ্টা হয়ে গেছে । পুলিশ এখনও কিছু করতে পারেনি । গত মাসের 23 তারিখে দিলীপবাবুকে খুনের হুমকি দেওয়া হয়েছিল । তারপর পুলিশকে জানাই । কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি ।"

শুধু নীতু সিং নন, এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন অনেকেই । এখনও তদন্তে সেভাবে পুলিশ কিছুই প্রায় করতে পারেনি বলে সূত্রের খবর । এরপরই আজ সন্ধ্যায় নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয় কমিশনার বদলের কথা ।

Last Updated : Jul 1, 2019, 10:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details