পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইন্টারভিউ চলাকালীন আপার প্রাইমারির শতাধিক প্রার্থীকে নথি মেলাতে ডাকার নির্দেশ হাইকোর্টের

আপার প্রাইমারির ইন্টারভিউ চলতি মাসের 2 জুলাই থেকে শুরু হয়েছে । চলবে 15 জুলাই পর্যন্ত । এরই মধ্যে আগামী 9 জুলাইয়ের মধ্যে আরও শতাধিক প্রার্থীকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকার নির্দেশ দিলেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ।

কলকাতা হাইকোর্ট

By

Published : Jul 5, 2019, 5:52 PM IST

কলকাতা, 5 জুলাই : পার্সোনালিটি টেস্ট চলাকালীন চলতি মাসের আগামী 9 তারিখের মধ্যে কয়েকশ আপার প্রাইমারি প্রার্থীকে প্রয়োজনীয় নথি মেলাতে ডাকার নির্দেশ দিলেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ।

গত সপ্তাহে পিন্টু বিশ্বাস, সুদীপ বালাসহ একাধিক আপার প্রাইমারির চাকরি প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হন । তাঁদের মূল দাবি ছিল, প্রশিক্ষণহীনদের ডাকা হয়েছে । কিন্তু তাঁদের প্রশিক্ষণ থাকা সত্ত্বেও ডাকা হয়নি । এদিকে স্কুল সার্ভিস কমিশন পার্সোনালিটি টেস্ট শুরু করে দিয়েছে ।

আরও পড়ুন : আপার প্রাইমারির সম্পূর্ণ ইন্টারভিউ লিস্ট প্রকাশের নির্দেশ হাইকোর্টের

মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশ ভট্টাচার্য ও ফিরদৌস শামিম বলেন,"আয়েষা খাতুন নামে এক প্রার্থীকে প্রশিক্ষণ না থাকলেও ইন্টারভিউতে ডাকা হয়েছে । অথচ আমাদের মক্কেলদের প্রশিক্ষণ থাকলেও ডাকা হয়নি । এটা NCTE (ন্যাশানাল কাউন্সিল ফর টিচার এডুকেশন)-র যে নির্দিষ্ট গাইডলাইন রয়েছে তার বিরোধী । "

এরপরই বিচারপতি মৌসুমি ভট্টাচার্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেন আগামী মঙ্গলবারের মধ্যে প্রার্থীদেরকে জানাতে হবে যে তাদের প্রয়োজনীয় নথি মেলাতে ডাকা হচ্ছে । পাশাপাশি চলতি মাসের আগামী 12 তারিখ আপার প্রাইমারীর মূল যে মামলাটি রয়েছে হাইকোর্টে সেটির সঙ্গেই এটির শুনানি করা হবে ।

প্রসঙ্গত, গতকালই বিচারপতি মৌসুমি ভট্টাচার্য জানান আপার প্রাইমারীর ইন্টারভিউ প্রার্থী তালিকা অসম্পূর্ণ । 10 জুলাই স্কুল সার্ভিস কমিশনকে সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে । কালকের পরই আবার আজ এই নির্দেশ ।

2015 সালের 16 অগাস্ট আপার প্রাইমারির পরীক্ষা হয়েছিল । 2016 সালে ফল বেরোয় । এরপর প্রয়োজনীয় নথি মেলাতে সফল প্রার্থীদের ডাকার প্রক্রিয়া শুরু হয় । পরীক্ষায় যাঁরা পাশ করেছেন তাঁদের মধ্যে 1 লাখ 20 হাজার জন প্রশিক্ষিত এবং 1 লাখের বেশি ছিলেন প্রশিক্ষণহীন । পার্সোনালিটি টেস্ট শুরু হয়েছে 2 জুলাই । চলবে 15 তারিখ পর্যন্ত ।

ABOUT THE AUTHOR

...view details