পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"প্রধানমন্ত্রীর কাছে ৪০ জনের খবর ছিল, এখানে ১০০ জনের খবর আছে"

BJP আবার ক্ষমতায় আসতে চলেছে । ভোটের ফল প্রকাশের পর অনেকেই দলবদল করে BJP-তে যোগ দিতে পারেন । বললেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ

By

Published : May 20, 2019, 10:43 PM IST

Updated : May 20, 2019, 11:40 PM IST

কলকাতা, 20 মে : "প্রধানমন্ত্রী বললেন যে তাঁর কাছে 40 জনের খবর পৌঁছেছে । এখানে তো 100 জনের খবর আছে । এবার সেই খবরটা আস্তে আস্তে দিল্লি যাবে ।" আজ একথা বলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

তিনি বলেন, "মোদি আবার প্রধানমন্ত্রী হবেন । NDA আসবে, BJP জিতবে এককভাবে । এটা নিশ্চিত ।" সেইসঙ্গে বলেন, তাঁকে অনেকেই ফোন করছেন । শুধু তৃণমূল নয়, বিভিন্ন পার্টির MLA-রাও ফোন করছেন । খোঁজ নিচ্ছেন । সৌজন্য বিনিময় করছেন । অনেকেই তাঁদের দলে আসতে চাইছেন । দলবদল একটি স্বাভাবিক প্রক্রিয়া । আগেও অনেকে এসেছেন । তাঁদের নেওয়া হয়েছে । আগামীদিনেও নেওয়া হবে । পট পরিবর্তন এভাবেই হয় । তিনি আরও বলেন, "তৃণমূল তো অনেক দল ভাঙিয়ে নিয়ে আজ কোথাও মিউনিসিপ্যালিটি চালাচ্ছে, কোথাও পঞ্চায়েত চালাচ্ছে । সুতরাং পালাবদল হতেই থাকে, পার্টি বদল হতেই থাকে । "

এগজ়িট পোলের সমীক্ষা প্রসঙ্গে তিনি বলেন , "এগজ়িট পোলের আভাস ঠিকই আছে । কিন্তু সংখ্যাটি নিয়ে আমরা সন্তুষ্ট নই । 23-এর বেশি সিট আমরা পাব ।"

ভিডিয়োয় শুনুন দিলীপ ঘোষের বক্তব্য

তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি ও তেলুগু দেশম পার্টি প্রধান চন্দ্রবাবু নাইডুর বৈঠক প্রসঙ্গে বলেন, "রেজ়াল্ট বেরিয়ে গেলে চন্দ্রবাবু ও মমতা ব্যানার্জির হাতে খুব বেশি কাজ থাকবে না । নতুন বন্ধু খোঁজা হচ্ছে । একই দুঃখে দুখী যাঁরা তাঁরা এক জায়গায় মিলিত হচ্ছেন ।"

Last Updated : May 20, 2019, 11:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details