কলকাতা, 19 জুন : এসেছিলেন খুঁটি পুজোর উদ্বোধনে, ছুঁয়ে গেলেন রাজনীতি । বললেন, "রাজনীতির রং আর উৎসবের আনন্দকে এক সাথে যাতে মিশিয়ে ফেলা না হয় । আর যারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে তারা মানুষ নয় । অমানুষ ।" বক্তা, কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম । চেতলা অগ্রণীর খুঁটি পুজোয় এসে এভাবেই নাম না করে BJP-কে আক্রমণ করলেন ফিরহাদ ।
ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে অমানুষরাই : ফিরহাদ - BJP
চেতলায় খুঁটি পুজোতে এসে ফিরহাদ হাকিম বলেন, "ধর্ম আর রাজনীতিকে মিশিয়ে ফেলা উচিত নয় ।"
21 তম বর্ষে পা দিতে চলেছে চেতলা অগ্রণী দুর্গাপুজো । গতকাল মাঠ প্রাঙ্গনে খুঁটি পুজো হয় । নিজের ক্লাবের পুজোতে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, "আমি মন থেকে, শ্রদ্ধা করে পুজো করি । কিন্তু BJP-র লোকজন রাজনীতির জন্য ধর্মকে ব্যবহার করে ।" ফিরহাদ আরও বলেন, "দুর্গাপুজো মিলনের উৎসব । বাংলার সব জাতির মানুষ এই উৎসবে শামিল হয় । হিন্দু-মুসলমান কোনও ভেদাভেদ নেই উৎসবে । গুজরাত, মধ্যপ্রদেশের মানুষ এটা বুঝবে না ।"
সেইসঙ্গে ফিরহাদ জানান, প্রতিবছরের মতো এবছরও দুর্গা প্রতিমার চক্ষুদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।