কলকাতা, 1 জুলাই : রাজ্যে গোষ্ঠী সংঘর্ষ, রাজনৈতিক সংঘর্ষ বন্ধ করতে বাম ও কংগ্রেস যৌথভাবে সর্বদলীয় প্রস্তাব নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হয় । ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে 185 ধারা মেনে সর্বদলীয় প্রস্তাবের খসড়া জমা দেওয়া হয়েছে ।
বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী এবং রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান যৌথভাবে জানিয়েছেন, BJP এবং শাসক দল তৃণমূল বাংলার সংস্কৃতি নষ্ট করছে । মালদায় গণপিটুনির ঘটনায় পুলিশ অভিযোগ নিচ্ছে না । সম্প্রদায়গত বিভাজন ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠেছে রাজ্যে । রাজ্যের অশান্ত পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন তাঁরা । আজ বিধানসভার অধিবেশন চলাকালীন বাম ও কংগ্রেস যৌথভাবে আলোচনা করার প্রস্তাব দিয়েছে ।
সুজনবাবু বলেন, "যদি এমন হয় যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য একসাথে আলোচনা করতে হবে, আমরা আছি । কিন্তু রাজ্যের এই অশান্ত পরিবেশের দায় নিতে হবে শাসকদলকে । আমাদের খসড়ায় প্রয়োজনীয় বিষয়গুলোর উল্লেখ থাকতে হবে । 10টি লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য । এর বিরুদ্ধেও আমরা সর্বসম্মত প্রস্তাব আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি । যদি অধ্যক্ষ অনুমতি দেন তাহলেই হবে । রাজ্য সরকারের দুর্বলতায় BJP-র বিকাশ ঘটছে এরাজ্যে । রাজ্য সরকারের উপর সমগ্র ঘটনার দায় বর্তায় ।"