পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পিছিয়ে গেল রাজীব কুমার মামলার শুনানি

পিছিয়ে গেল হাইকোর্টে রাজীব কুমার মামলার শুনানি । আগামী 2 জুলাই বিচারপতি আশা অরোরার সিংগল বেঞ্চে হবে এই মামলার শুনানি ।

কলকাতা হাইকোর্ট (ফাইল ছবি)

By

Published : Jun 12, 2019, 9:39 PM IST

কলকাতা, 12 জুন : পিছিয়ে গেল হাইকোর্টে রাজীব কুমার মামলার শুনানি । আগামী 2 জুলাই বিচারপতি আশা অরোরার সিংগল বেঞ্চে হবে এই মামলার শুনানি । বিচারপতি আশা অরোরা আগামী দু'সপ্তাহের জন্য সার্কিট বেঞ্চে যাচ্ছেন । তাই পিছিয়ে গেল শুনানি । প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশ মত আগামী 12 জুলাই পর্যন্ত রাজীব কুমারের সুরক্ষা কবচ থাকছে । তাঁকে গ্রেপ্তার করতে পারবে না CBI ।

আজ মামলাটির শুনানির হওয়ার কথা ছিল । কিন্ত আজ সকালে রাজীব কুমারের তরফে আইনজীবী মিলন মুখার্জি এবং CBI-র তরফে আইনজীবী ওয়াই জেড দস্তুর আশা অরোরার সিংগল বেঞ্চকে বলেন, "হাইকোর্টের ভেকেশন বেঞ্চে বিষয়টি উঠেছিল। বিচারপতি প্রতীক প্রকাশ ব্যানার্জির সিংগল বেঞ্চ আপনার বেঞ্চে শুনানির জন্য নির্দেশ দিয়েছিলেন আজ । কিন্ত আপনি যেহেতু সার্কিট বেঞ্চে যাচ্ছেন তাই 2 জুলাই শুনানির জন্য রাখা হোক মামলাটি ।" বিচারপতি আশা অরোরা বিষয়টি শোনার পর তাতে সম্মতি দেন।

পাশাপাশি রাজ্যে BJP-র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীর বিরুদ্ধে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার সিটি সেশন কোর্টে যে মানহানির মামলা দায়ের করেছিলেন তার শুনানির উপর আগামী 8 সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিলেন বিচারপতি আশা অরোরা।

রাজীব কুমার গত 2017 সালের 18 ফেব্রুয়ারি কৈলাস বিজয়বর্গীর বিরুদ্ধে সিটি সেশন কোর্টে মানহানির মামলা দায়ের করেন। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রোজভ্যালি চিটফান্ড সংক্রান্ত মামলায় CBI গ্রেপ্তার করার পর বিজয়বর্গীয় মন্তব্য করেন যে, রাজীব কুমার চিটফান্ড মামলার নথিপত্র লোপাট করেছেন । তারপরই রাজীব কুমার সিটি সেশন কোর্টে মানহানির মামলা দায়ের করেন । এই মামলার শুনানির উপর স্থগিতাদেশ চেয়ে কৈলাস বিজয়বর্গীয় চলতি বছরের শুরুতে হাইকোর্টের দ্বারস্থ হন । আজ মামলাটি বিচারপতি আশা অরোরার সিংগল বেঞ্চে শুনানি হয় । বিচারপতি দু'পক্ষের বক্তব্য শোনার পর আগামী 8 সপ্তাহের জন্য নিম্ন আদালতে বিচারাধীন মামলাটির শুনানির উপর স্থগিতাদেশ জারি করেন ।

ABOUT THE AUTHOR

...view details