কলকাতা, 26 জুন : ফের যান্ত্রিক ত্রুটি খিদিরপুরের বাসকিউল ব্রিজে । যার জেরে বন্ধ যান চলাচল । সমস্যায় যাত্রীরা । ফলে খিদিরপুরে তৈরি হয়েছে যানজট । শুধুমাত্র হেঁটে পার হতে দেওয়া হচ্ছে ব্রিজ । যদিও ত্রুটি মেরামতের প্রক্রিয়া শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর ।
বাসকিউল ব্রিজে যান্ত্রিক ত্রুটি, বন্ধ যান চলাচল - kolkata
যান্ত্রিক ত্রুটির জেরে খিদিরপুরের বাসকিউল ব্রিজে বন্ধ যান চলাচল । যদিও ব্রিজ কর্তৃপক্ষ জানিয়েছে, চলছে মেরামতির কাজ । যে কোনও মুহূর্তে স্বাভাবিক হবে ব্রিজ ।
এমনিতে জাহাজ চলাচলের সময় খুলে দেওয়া হয় বন্দর এলাকার ওই ব্রিজ । জাহাজ চলে গেলে যান্ত্রিকভাবে তা জুড়ে যায় । এটাই বাসকিউল ব্রিজের বৈশিষ্ট্য । গতকালও একটি জাহাজ চলাচলের সময় খুলে দেওয়া হয়েছিল ব্রিজটি । জাহাজটি যাওয়ার সময় ধাক্কা লেগে ব্রিজের গুরুত্বপূর্ণ একটি অংশ ভেঙে যায় । তখন থেকেই পুরোপুরি জোড়া লাগেনি ওই ব্রিজ । যার জেরেই বন্ধ করে দেওয়া হয় যান চলাচল । অভিযোগ, প্রায় 24 ঘণ্টা পার হয়ে গেলেও মেরামত করা যায়নি ওই অংশটি ।
খিদিরপুরের ওই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন প্রচুর গাড়ি চলাচল করে । অনেকেই ওই পথে অফিস যাতায়াত করেন । ফলে গতকাল বিকেল ও আজ অফিস টাইমে সমস্যায় পড়েন বহু মানুষ । অনেকটা ঘুরে খিদিরপুরের কার্ল মার্কস সরণি দিয়ে যাতায়াত করতে হচ্ছে । এমনিতেই ওই রাস্তার গাড়ির চাপ বেশি । তার উপর বাসকিউল ব্রিজটি বন্ধ থাকায় যানজট তৈরি হয়েছে । যদিও ব্রিজ কর্তৃপক্ষ জানিয়েছে, চলছে মেরামতির কাজ । যে কোনও মুহূর্তে স্বাভাবিক হবে ব্রিজ ।