পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"কুকুরের মতো তাড়িয়ে দিল" অভিযোগ রোগীর পরিজনের - বিনা চিকিৎসায় ফেরানো হল রোগী

NRS ইশুতে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে তৈরি হয়েছে অচলাবস্থা । এক নাবালিকাকে আজ চিকিৎসা না করে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে । ওই নাবালিকার আব্বার অভিযোগ, কুকুরের মত তাড়িয়ে দেওয়া হয়েছে তাঁদের ।

অসুস্থ রোগী

By

Published : Jun 13, 2019, 10:14 PM IST

Updated : Jun 14, 2019, 6:15 AM IST

কলকাতা, 13 জুন: কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে দাঁড়িয়ে একটি অ্যাম্বুলেন্স । অ্যাম্বুলেন্সের বাইরে দাঁড়িয়ে এক ব্যক্তি । চোখে জল । অ্যাম্বুলেন্সের ভিতরে বসে এক নাবালিকা । সারা গায়ে ইনফেকশন । যন্ত্রণায় ছটফট করছে । বারুইপুর থেকে আজ এসেছিল চিকিৎসার জন্য । কিন্তু পরিষেবা মেলেনি । উলটে কুকুরের মতো তাড়ানো হল বলে অভিযোগ রোগীর পরিজনের ।

বারুইপুরের বাসিন্দা শেখ পাপ্পু পেশায় মোটর মেকানিক । তাঁর মেয়ে আলমিরা খাতুনের বয়স 11 বছর । দেড় মাস আগে অজানা ইনফেকশনে আক্রান্ত হয় আলমিরা । প্রথমে হাত ও পা-য়ে ইনফেকশন হয়েছিল । পরে তা ছড়িয়ে পড়ে সারা দেহে । স্থানীয় চিকিৎসকরা কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে । তারপর থেকে ট্রিটমেন্ট চলছে । বাড়াবাড়ি হওয়ায় এদিন মেয়েকে নিয়ে এসেছিলেন । কিন্তু NRS ইশুতে কর্মবিরতির জেরে হাসপাতাল বন্ধ বলে আজ বিনা চিকিৎসায় ফিরিয়ে দেওয়া হয় আলমিরাকে । শেখ পাপ্পুর অভিযোগ, "কুকুরের মত তাড়িয়ে দিল । বাচ্চাটাকে দেখল না । যদি দেখত তাহলে সুস্থ হয়ে যেত । "

Last Updated : Jun 14, 2019, 6:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details