পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অ্যানসার কী ও পরীক্ষার্থীদের নম্বর প্রকাশের দাবিতে বিক্ষোভ PSC-র সামনে

একাধিক দাবিতে আজ পাবলিক সার্ভিস কমিশনের ( PSC) অফিসের বাইরে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা । স্বচ্ছভাবে নিয়োগের দাবিও তোলেন তাঁরা ।

বিক্ষোভ PSC-র সামনে

By

Published : May 29, 2019, 8:26 PM IST

Updated : May 29, 2019, 11:01 PM IST

কলকাতা, 29 মে : পরীক্ষার এক সপ্তাহের মধ্যে অ্যানসার কী ও প্রত‍্যেক পরীক্ষার্থীর নম্বর প্রকাশের দাবিতে আজ পাবলিক সার্ভিস কমিশনের ( PSC) অফিসের বাইরে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা । স্বচ্ছভাবে নিয়োগের দাবি তোলেন তাঁরা । নিজেদের দাবি নিয়ে আজ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারপার্সনের কাছে স্মারকলিপি জমা দেন তাঁরা ।

"PSC দুর্নীতিমুক্ত মঞ্চ"-র তরফে ইন্দ্রজিৎ ঘোষ বলেন, "2017 সালে পশ্চিমবঙ্গে নিয়োগের পরীক্ষায় বড়মাপের দুর্নীতি হয় । সাদা খাতা জমা দিয়ে WBCS পরীক্ষায় প্রথম হয়ে যায় । এই দুর্নীতি সামনে আসার পরেই আমাদের দাবি যে, WBCS সহ সমস্ত পরীক্ষার কাট অফ মার্কস প্রকাশ করতে হবে । গতবার আমাদের আন্দোলনের ফলে এই কাট অফ মার্কস প্রকাশ করা শুরু হয় । কিন্তু, আমাদের অন্য একটি দাবি ছিল যে, অ্যানসার কী প্রকাশ করা হোক । 27 মার্চের আন্দোলনের ফলে ওনারা কথা দিয়েছিলেন যে অ্যানসার কী প্রকাশ করবেন এবং ইন্ডিভিজুয়াল মার্কস কোনও ক্যান্ডিডেট জানতে চাইলে সেটা দেওয়া হবে । কিন্তু, এখনও পর্যন্ত PSC এটা করছে না । তাই ভেতরে কোনও দুর্নীতি হচ্ছে কিনা তা বোঝা যাচ্ছে না।"

PSC-র চেয়ারপার্সনের কাছে আজ স্মারকলিপি জমা দিয়ে ইন্দ্রজিৎ ঘোষ জানিয়েছেন, তাঁদের বেশিরভাগ দাবি মেনে নিয়েছে PSC । মেনে নেওয়া হয়েছে অ্যানসার কী প্রকাশের দাবিও। জুনে WBCS 2019-এর মেন পরীক্ষার আগে প্রকাশ করা হবে অ্যানসার কী।

Last Updated : May 29, 2019, 11:01 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details