কলকাতা, ৭ মার্চ : DA মামলায় রাজ্য সরকারের পুনর্বিবেচনার আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। আর SAT(স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল) মহার্ঘভাতার ভবিষ্যৎ ঠিক করবে। আজ এই নির্দেশ দেয় বিচারক হরিশ ট্যান্ডন ও ববি শেখ শরাফের ডিভিশন বেঞ্চ। ফলে বুধবার (১৩ মার্চ) SAT-র রায়দানে কোনও বাধা রইল না।
DA রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার। গত বছরের ৩১ অগাস্ট এই রায় দেয় কলকাতা হাইকোর্ট। DA সংক্রান্ত দুটি বিষয় দু'মাসের মধ্যে SAT-কে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ। প্রথমটি রাজ্য সরকারি কর্মচারীদের DA-র হার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান হবে কি না। আর দ্বিতীয়টি, রাজ্যেরই কয়েকজন কর্মচারী রয়েছে যারা দিল্লির বঙ্গভবন ও চেন্নাইয়ের ইউথ হস্টেলে নিযুক্ত। তারা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারেই DA পান। রাজ্যে নিযুক্ত কর্মচারীরাও কি তাদের হারেই DA পাবেন কি না?