কলকাতা, ১২ মার্চ : বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে সরাসরি অভিযোগ জানালেন বৈশাখি বন্দ্যোপাধ্যায়। কলকাতার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জির বান্ধবী তথা তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের প্রাক্তন নেত্রী নির্বাচন কমিশনকে লেখা চিঠির সঙ্গে দিয়েছেন অনুব্রত মণ্ডলের অডিও ক্লিপ। তাঁর অভিযোগ, নির্বাচন ঘোষণার পরে কার্যত তাঁকে এবং শোভন চ্যাটার্জিকে প্রাণে মারার হুমকি দিয়েছেন অনুব্রত মণ্ডল। পাশাপাশি ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে লেখা চিঠিতে গতকাল রায়চকের ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন বৈশাখি। ওই চিঠিতে তিনি দাবি করেছেন, তাঁর এবং শোভন চট্টোপাধ্যায়ের BJP-র টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি সত্যের অপলাপ মাত্র। তাঁর চিঠির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন কী ব্যবস্থা নিচ্ছে তা অবশ্য এখনও পর্যন্ত পরিষ্কার নয়।
রবিবার পূর্ব বর্ধমানের আউশগ্রাম এবং গুসকরায় তৃণমূলের কর্মী সম্মেলন ছিল। সেখানে দলের পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল। কর্মীসভায় ব্লক সভাপতিদের কাছ থেকে বিগত দিনের ভোটের ফলাফলের পুঙ্খানুপুঙ্খ হিসেব নেন তিনি। সেদিনই দিল্লিতে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। অভিযোগ, আচরণবিধি চালু হয়ে যাওয়ার পরে অনুব্রত মণ্ডল শোভন-বৈশাখি নিয়ে রীতিমতো হুমকির সুরে কথা বলেন অনুব্রত। আরও অভিযোগ, সেখানে তিনি "খালাস" শব্দটি ব্যবহার করেন শোভন-বৈশাখির বিরুদ্ধে। জাতীয় নির্বাচন কমিশনারকে আজ যে মেইল করেছেন বৈশাখি, তাতে এই শব্দটিকে "প্রাণে মারার হুমকি" বলে অভিহিত করেছেন তিনি।
এদিকে কমিশনকে লেখা অভিযোগপত্রে বৈশাখি গতকাল রায়চকের ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন। বৈশাখির অভিযোগ, গতকাল রায়চকে ধর্ষণের হুমকির মুখে পড়তে হয় তাঁকে। তিনি বলেন, রায়চকের যে বাংলোয় তাঁর পরিবার এবং শোভন চ্যাটার্জির সঙ্গে তিনি ছিলেন, সেটি ঘিরে রাখে দুষ্কৃতীরা। বলতে থাকে, "ডায়মন্ডহারবারে BJP-র টিকিটে দাঁড়াবি ? এত বড় স্পর্ধা। ধর্ষণ করে ফেলে দেব।"