পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নলহাটিতে ভাইকে কুপিয়ে খুন যুবকের - ধারালো অস্ত্র

ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল যুবক। মৃতের নাম রোহন বাসির (১৯)। ঘটনাটি নলহাটির ১২ নম্বর ওয়ার্ডের নজরুলপল্লি এলাকার।

ধৃত ইনজ়ামাম বাসির

By

Published : Mar 2, 2019, 8:58 PM IST

নলহাটি, ২ মার্চ : ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল যুবক। মৃতের নাম রোহন বাসির (১৯)। ঘটনাটি নলহাটির ১২ নম্বর ওয়ার্ডের নজরুলপল্লি এলাকার। আজ দুপুরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে অভিযুক্ত ইনজ়ামাম বাসির। খুনের কথা পুলিশের কাছে স্বীকার করে নেয় সে।

স্থানীয় সূত্রে খবর, রোহনরা চার ভাই। বড়ভাই আগেই শারীরিক অসুস্থতার জন্য মারা গেছেন। সেজভাই সরকারি কর্মচারি। মেজভাই ইনজ়ামাম ও ছোটোভাই রোহন পেশায় দিনমজুর। গতকাল একই ঘরে ঘুমাচ্ছিলেন ইনজ়ামাম ও রোহন। ভোরের দিকে হঠাৎ করে বাঁচাও বলে চিৎকার করে ওঠেন রোহন। তাঁর চিৎকারে ছুটে আসেন তাঁদের আম্মি। দেখেন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে ইনজ়ামাম। ঘরে ঢুকে দেখেন, রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে রোহনের মৃতদেহ। রোহনের আম্মির চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় নলহাটি থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনায় আহত হয় তাঁদের আর এক ভাই ওয়াসিম বাসির। তিনি এখন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

তবে খুনের আসল কারণ এখনও জানা যায়নি। স্থানীয় কাউন্সিলর এক্রামুল হক বলেন, "ওই দুই ভাই প্রায়ই নেশা করত। নেশার জন্যই রোহনকে খুন করেছে ইনজ়ামাম।" নলহাটি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

ABOUT THE AUTHOR

...view details