পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্কুলছাত্রী ও মহিলাদের নগ্ন ছবি বানিয়ে ব্ল্যাকমেইল - nude pictures to women

স্কুল-কলেজের ছাত্রীদের অশ্লীল ছবি বানিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ । অভিযুক্তর বাড়িতে তল্লাশি চালিয়ে মোবাইল ও মাদক উদ্ধার হয় । জানা গেছে, বিগত এক বছর ধরে সে একাজ করছিল ।

ধৃত কালীপ্রসন্ন মণ্ডল

By

Published : Jul 7, 2019, 12:29 PM IST

সিউড়ি, 7 জুলাই : স্কুল-কলেজের ছাত্রীদের অশ্লীল ছবি বানিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতের নাম কালীপ্রসন্ন মণ্ডল । বীরভূমের ময়ূরেশ্বরের আখনা গ্রামের ঘটনা ।

অভিযোগ, পেশায় পাইপলাইনের মিস্ত্রি কালীপ্রসন্ন সোশাল মিডিয়ায় ভুয়ো প্রোফাইল থেকে স্কুল-কলেজের ছাত্রী ও সুন্দরী মহিলাদের সঙ্গে বন্ধুত্ব করত । পরে তাদের ফোটো ডাউনলোড করে নগ্ন ছবি তৈরি করত । এরপর হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে ছাত্রী ও মহিলাদের নগ্ন ছবি পাঠিয়ে তাদের ব্ল্যাকমেইল করত । তার বিরুদ্ধে সিউড়ি সাইবার ক্রাইম থানায় তিন ছাত্রীর পরিবার অভিযোগ দায়ের করে । সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ কালীপ্রসন্নকে গ্রেপ্তার করে ।

অভিযুক্তর বাড়িতে তল্লাশি চালিয়ে মোবাইল ও মাদক উদ্ধার হয় । জানা গেছে, বিগত এক বছর ধরে সে একাজ করছিল । আজ ধৃতকে সিউড়ি আদালতে তোলা হবে । এই ঘটনার পর, জেলা সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে সোশাল নেটওয়ার্কিং সাইট ব্যবহারকারীদের এ ধরনের কাজ ও প্রতারণা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে । সিউড়ি থানার IC দেবাশিস পান্ডা জানান, অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে । ওই যুবক তার অভিযোগের কথা স্বীকারও করেছে ।

ABOUT THE AUTHOR

...view details