লাভপুর, 18 মার্চ : লাভপুরের হাতিয়া গ্রামে তৃণমূল নেতার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে । ঘটনায় আহত হয়েছেন তৃণমূল নেতার বৃদ্ধা মা ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় লাভপুর থানার পুলিশ । ঘটনায় একজনকে আটক করেছে ৷
লাভপুরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমাবাজি, আহত 1 - গ্রাম পঞ্চায়েত
লাভপুরে তৃণমূল নেতা তথা হাতিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যের বাড়ির সামনে বোমাবাজি অভিযোগ ৷ ঘটনায় পঞ্চায়েত সদস্যের মা জখম হয়েছেন ৷ তাঁকে লাভপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ৷ বোমাবাজিতে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ ৷ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ৷
আরও পড়ুন : ভাটপাড়ায় অর্জুনের বাড়ির কাছে বোমাবাজিতে আহত 3, পাল্টা 'খেলা'র হুঁশিয়ারি বিজেপি সাংসদের
লাভপুরের হাতিয়া গ্রামের বরণ পাড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ সাহার বাড়ি । অভিযোগ, তাঁর বাড়ির সামনে ও রাস্তায় ব্যাপক বোমাবাজি হয়। অভিযোগের তির বিজেপির দিকে। ঘটনায় আহত হয়েছেন ওই নেতার বৃদ্ধা মা । তাঁকে লাভপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ৷ বাড়ির দেওয়ালে ও রাস্তায় বোমার দাগও রয়েছে । রাস্তায় বোমার সুতলি পরে থাকতে দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। খবর পেয়ে লাভপুর থানার পুলিশ যায় ঘটনাস্থলে। ঘটনায় যুক্ত থাকার সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে । এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।