মুরারই, 26 জুন : সপ্তাহ দুয়েক আগের কথা । বাড়ি থেকে কয়েকজন ডেকে নিয়ে যায় ছেলেকে । বলেছিল, বাড়ি তৈরির কাজ আছে, যেতে হবে । সেই 13 জুনের পর থেকেই ছেলে রবিউলের খোঁজ নেই । আর গতকাল জানাজানি হল রবিউল ইসলাম IS জঙ্গি । কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা যে চারজনকে হাওড়া ও শিয়ালদা স্টেশন থেকে গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে একজন রবিউল ।
মঙ্গলবার ছেলের গ্রেপ্তারের খবর শুনে ভেঙে পড়েছে গোটা পরিবার । রবিউল ইসলামের আব্বা এরজাহান শেখ জানান, 13 জুন কয়েকজন রবিউলের খোঁজে বাড়িতে এসেছিল । বাড়ি তৈরির কাজ আছে বলে সেদিনই উলুবেড়িয়ার পথে রওনা দেয় রবিউল । বীরভূমের নতুন গ্রামের বাসিন্দা এরজাহানের দাবি, "পরদিন (14 জুন ) রাত 11 টা নাগাদ শেষবার কথা হয় রবিউলের সঙ্গে । তারপর আর যোগাযোগ করা যায়নি । মোবাইলও সুইচ অফ ।" ছেলের খোঁজ না পেয়ে গত রবিবার থানায় নিখোঁজ ডায়েরি করেন এরজাহান ।