দুবরাজপুর, 29 এপ্রিল : দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতের একটি বুথে শতাব্দী রায়কে ঘিরে বিক্ষোভ দেখাল ভোটাররা । আজ সকালে দুবরাজপুরের সদলপুর থানার পদুমা গ্রাম পঞ্চায়েতের একটি বুথে গুলিও চলে । বুথে তৃণমূল কর্মীরা বচসা বাধালে কেন্দ্রীয় বাহিনী শূন্যে গুলি চালায় । পরিস্থিতি দেখতে বুথে আসেন শতাব্দী রায় । তারপর তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান ভোটাররা ।
দুবরাজপুরে শূন্যে গুলি জওয়ানের, শতাব্দীকে ঘিরে বিক্ষোভ ভোটারদের - loksabha election
দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতের একটি বুথে শতাব্দী রায়কে ঘিরে বিক্ষোভ দেখাল ভোটাররা ।
দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতের একটি বুথে ভোট চলাকালীন কানে ফোন নিয়ে ভোট দিতে ঢোকার অভিযোগ ওঠে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে । সেসময় তাঁকে কেন্দ্রীয় বাহিনী আটকায় । খবর পেয়ে ওই বুথে উপস্থিত হয় একাধিক তৃণমূল কর্মী-সমর্থক । এরপর বচসা শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ।
এরপর সেই বুথে আসেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় । তাঁকে দেখেই লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররা বিক্ষোভ দেখাতে শুরু করেন । অনেকে অভিযোগও জানাতে থাকেন । পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ।