বোলপুর, 7 নভেম্বর: "আপনার সাহিত্য কীভাবে স্বীকৃতি পায়, তা সহজেই বোধগম্য", এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 5 পৃষ্ঠার ব্যঙ্গাত্মক চিঠি লিখলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ চারিত্রপূজা, কর্মী রবীন্দ্রনাথ, শান্তিনিকেতন স্মৃতি- রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বেশ কয়েকটি পুস্তক থেকে উদ্ধৃতি তুলে মুখ্যমন্ত্রীকে নানা ভাবে কটাক্ষ করার অভিযোগ উঠল উপাচার্যের বিরুদ্ধে ৷ অন্যদিকে, 'ফলকে ব্রাত্য রবীন্দ্রনাথ' প্রতিবাদে তৃণমূলের আন্দোলন 12 দিনে পা দিল ৷
17 সেপ্টেম্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা দিয়েছে ইউনেসকো ৷ সেই সংক্রান্ত 3টি শ্বেত পাথরের ফলক বসিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ তাতে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম থাকলেও ব্রাত্য স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর ৷ এর প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 12 দিন ধরে মঞ্চ তৈরি করে ধরনা বিক্ষোভ করছে তৃণমূল ৷
এর মধ্যে 8 নভেম্বর উপাচার্য হিসেবে মেয়াদ শেষ হচ্ছে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ৷ তার আগে মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রীকে 5 পৃষ্ঠার চিঠি দেন ৷ চিঠি জুড়ে 'চারিত্রপূজা', 'শান্তিনিকেতন স্মৃতি', 'কর্মী রবীন্দ্রনাথ' গ্রন্থ থেকে উদ্ধৃতি তুলে ব্যঙ্গ করা হয় রাজ্যের প্রশাসনিক প্রধানকে ৷ উদ্ধৃতি ছাড়াও চিঠিতে উপাচার্য সরাসরি লেখেন, "আমার জানা নেই যে কেউ আপনার মতো এত গুণসম্পন্না আছে কি না ? আপনার সাহিত্য খুব সহজেই কেন স্বীকৃতি পায়, তা সহজেই বোধগম্য ৷"