পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Visva-Bharati Attacks Amartya Sen: অমর্ত্য 'পরিযায়ী'-'জমি হরফকারী', পড়ুয়ারা 'চাটুকার'! কদর্য ভাষায় প্রেসবিজ্ঞপ্তি বিশ্বভারতীর - পরিযায়ী পরিব্রাজক

অমর্ত্য সেনের নাম না করে তাঁকে পরিযায়ী ও জমি হরফকারী বলে আখ্যা দিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ প্রেস বিজ্ঞপ্তি জারি করে তারা নোবেলজয়ী অর্থনীতিবিদের সঙ্গে দেখা করতে যাওয়া অধ্যাপক ও পড়ুয়াদের চাটুকার বলে দাবি করেছেন ৷

Visva-Bharati Attacks Amartya Sen
Visva-Bharati Attacks Amartya Sen

By

Published : Jul 6, 2023, 6:51 PM IST

বোলপুর, 6 জুলাই: নাম না করে অমর্ত্য সেনকে 'পরিযায়ী পরিব্রাজক' বলে আখ্যা দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ । পাশাপাশি পড়ুয়া ও অধ্যাপকদের কদর্য ভাষায় হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ৷

5 জুলাই বিশ্বভারতীর এক অধ্যাপক ও পড়ুয়াদের একাংশ 'প্রতীচী' বাড়িতে গিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে দেখা করেন ৷ বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অধ্যাপক সেন ৷ এরপরেই শিক্ষক-সহ পড়ুয়াদের 'চাটুকার' বলে উল্লেখ করে একপ্রকার বেনজির ভাবে তির্যক ভাষায় প্রেস বিজ্ঞপ্তি দিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় ।

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে 13 ডেসিমেল জমি খালি করতে বলে নোটিশ দিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ । যার বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয়েছেন অধ্যাপক সেন ৷ কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই এই বিশ্বভারতীর নোটিশের উপর স্থগিতাদেশ দিয়েছে । জমি বিবাদের মাঝেই 5 জুন বিশ্বভারতীর বর্তমান অস্থির পরিস্থিতি নিয়ে অধ্যাপক সেনের সঙ্গে দেখা করেন পড়ুয়ারা । পরামর্শ চান বিশ্বভারতীর প্রাক্তনী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে ৷ বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে উদ্বেগও প্রকাশ করেন অমর্ত্য সেন ৷

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তি

এরপরেই এ দিন অমর্ত্য সেনের নাম না করে একটি প্রেস বিজ্ঞপ্তি দেয় বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় । তাতে উল্লেখ করা হয়, "জমি সংক্রান্ত বিষয়টি বিচারাধীন, তাই এ ব্যাপারে বিশ্বভারতী এখন কোনও মন্তব্য রাখবে না ।" আরও বলা হয়, "বিশ্বভারতীতে আজকের পরিস্থিতি নিয়ে কোনও পরিযায়ী পরিব্রাজকের মন্তব্যের ঘোরতর বিরোধী, কারণ যিনি এই বক্তব্য সর্বসমক্ষে রাখছেন তিনি এতদিন বিশ্বভারতীতে চলমান অশান্ত পরিবেশের ফায়দা তুলেছেন ।"

আরও পড়ুন:নালন্দার মতোই পরিণতি হবে বিশ্বভারতীর, সতর্কবার্তা অমর্ত্য সেনের

এছাড়াও, প্রেস বিজ্ঞপ্তিতে অধ্যাপক সেনের নাম না করে 'মেকি রাবীন্দ্রিক', 'জমি হরফকারী' শব্দগুলিও উল্লেখ করা হয়েছে ৷ এমনকী, পড়ুয়া ও অধ্যাপকদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, "যাঁরা চাটুকার শিক্ষক, ছাত্রছাত্রী এবং তথাকথিত রাবীন্দ্রিক তাঁরাও একদিন নির্মূল হয়ে যাবেন ৷ দুর্নীতি বন্ধ করতে ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে যত রকম আইনানুগ ব্যবস্থা নেওয়া যায় তা নিতে বিশ্বভারতী প্রশাসন শেষ পর্যন্ত যাবে ।"

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন । সেই প্রসঙ্গেও প্রেস বিজ্ঞপ্তিতে বিশ্বভারতীর হুঁশিয়ারি, "তিনি যতই জগৎ বিখ্যাত হোক, জমি হরফকারী হিসাবে বিশ্বভারতীর দৃষ্টিতে তিনি দোষী এবং অপরাধী । তাঁদের যত বড়ই রাজনৈতিক প্রতিপ্রত্তিশালী মানুষ সাহায্য করুন না কেন, বিশ্বভারতী এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই জারি রাখবে ৷"

এক কথায় নাম না করে আরও একবার 'ভারতরত্ন' অমর্ত্য সেন-সহ তাঁর সঙ্গে দেখা করতে যাওয়া পড়ুয়া-অধ্যাপকদের কদর্য ভাষায় হুঁশিয়ারি দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ । এর আগেও অমর্ত্য সেনের বাড়ি যাওয়ায় একই ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বেনজির ভাষায় আক্রমণ করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

ABOUT THE AUTHOR

...view details