সিউড়ি, 29 অক্টোবর: শুক্রবার বীরভূমের মহম্মদ বাজারের কাছে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ায় মৃত্যু হল দু'জনের৷ এই দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। জানা গিয়েছে, বীরভূমের মহম্মদ বাজারের দিক থেকে বাসটি যখন সিউড়ি আসছিল সে সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের ৷ এই দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।
Bus Accident : যাত্রীবাহী বাস দুর্ঘটনায় মৃত দুই, আহত একাধিক - বীরভূমের মহম্মদ বাজার
বাসের যাত্রীরা জানিয়েছেন, হঠাৎ বাসের সামনের চাকা ফেটে যাওয়ার মতো আওয়াজ শোনা যায়। এরপরেই আর বাসটি নিয়ন্ত্রণ রাখতে পারেনি।
যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বীরভূমে মৃত দুই, আহত একাধিক
আরও পড়ুন : Sukanta Mazumdar : মুখ্যমন্ত্রীর সমালোচনা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য সুকান্তর
বাসের যাত্রীরা জানিয়েছেন, হঠাৎ বাসের সামনের চাকা ফেটে যাওয়ার মতো আওয়াজ শোনা যায়। এরপরেই আর বাসটি নিয়ন্ত্রণ রাখতে পারেনি। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি চায়না ভ্যানকে ধাক্কা মারার পর গাছে গিয়ে ধাক্কা মারে। এই ঘটনায় ওই চায়না ভ্যানের চালক-সহ বাসের এক জন যাত্রীর মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন বাসযাত্রী ৷