পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Inner Clash: গোষ্ঠী সংঘর্ষে বোমাবাজিতে দেহ থেকে বিচ্ছিন্ন তৃণমূল কর্মীর পা

ফের উত্তপ্ত বীরভূম ৷ এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ (TMC Inner Clash) ৷ চলে বোমাবাজি ৷ বোমাবাজিতে গুরুতর জখম হন একজন ৷ পা দেহ থেকে আলাদা হয়ে টুকরো টুকরো হয়ে যায় তাঁর ৷ বিস্ফোরণে আরও দু'জন গুরুত্বর আহত হয়েছেন (Bomb Blast in TMC Inner Clash) ৷

Bomb Blast in TMC Inner Clash
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে চলল বোমাবাজি

By

Published : Nov 14, 2022, 7:06 PM IST

Updated : Nov 14, 2022, 7:34 PM IST

সাঁইথিয়া, 14 নভেম্বর:এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ (TMC Inner Clash), চলল ব্যাপক বোমাবাজি ৷ বোমা বিস্ফোরণের জেরে এক ব্যক্তির পা দেহ থেকে আলাদা হয়ে টুকরো টুকরো হয়ে যায়। বিস্ফোরণে আরও দু'জন গুরুত্বর আহত ৷ ঘটনাটি ঘটেছে সাঁইথিয়া থানার বলাইচণ্ডিপুর এলাকায় ৷ ঘটনাকে কেন্দ্র করে গ্রামে ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা (Bomb Blast in TMC Inner Clash)।

পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। তৃণমূলের সাঁইথিয়া ব্লক সভাপতি সাবের আলির গোষ্ঠীর সঙ্গে দলের নেতা তুষার মণ্ডলের দ্বন্দ্ব দীর্ঘদিনের ৷ এই দ্বন্দ্ব এদিন চরম আকার নেয় ৷ দু'পক্ষের আশ্রিত দুষ্কৃতীদের মধ্যে দফায় দফায় চলে বোমাবাজি ৷ গ্রামজুড়ে চলে এই বোমাবাজি ৷ বোমা বিস্ফোরণে উড়ে যায় ওই তৃণমূল কর্মীর পা ৷ বোমার আঘাতে তাঁর হাতেও আঘাত লেগেছে ৷

গুরুতর আহত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে সিউড়ি সদর হাসপাতালে ভরতি করা হয় ৷ বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন ৷ আহত ওই তৃণমূল কর্মীর নাম মুজফফর শেখ ৷ এদিনের এই বিস্ফোরণে আরও দু'জন গুরুত্বর আহত হন ৷ গ্রামের রাস্তায় বোমা পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ বাহিনীর সঙ্গে কমব্যাট ফোর্স পৌঁছয় গ্রামে ৷ পরিস্থিতি সামাল দিতে এখনও টহল দিচ্ছে পুলিশ। যদিও এই বিষয়ে জেলা তৃণমূল নেতৃত্ব কোনও মন্তব্য করতে চাননি ৷

আরও পড়ুন:'দলে থেকে ঝগড়া করলে সম্পর্ক রাখব না !' কোন্দল মেটাতে বার্তা মমতার

Last Updated : Nov 14, 2022, 7:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details