সিউড়ি, ৮ ফেব্রুয়ারি : "সুন্দর ভোট হবে, পাঁচনও চলবে। পাঁচন না চললে জমি চাষ কীভাবে হবে ? যেখানে বুথ খারাপ সেখানেই পাঁচন চলবে।" সিউড়িতে জেলা কমিটির বৈঠক শেষে একথা বলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল।
আসন্ন লোকসভা নির্বাচনে আপনাদের কি কোনও কৌশল আছে ?
অনুব্রত মণ্ডল : কৌশল ছাড়া কোনও ভোট হয় না। সুন্দর ভোট হবে, পাঁচন চলবে। পাঁচন না চললে জমিগুলো কীভাবে চাষ হবে ?
বীরভূমের জমি কি অনুর্বর হয়ে পড়েছে ?