মল্লারপুর, 6 জুন: "জয় শ্রীরাম" ধ্বনি নিয়ে ফের উত্তপ্ত বীরভূম । অভিযোগ, গতকাল রাতে BJP-র কর্মী সমর্থকরা "জয় শ্রীরাম" ধ্বনি দিলে তাদের উপর হামলা করে তৃণমূল কংগ্রেস । শুরু হয় হাতাহাতি, ধস্তাধস্তি । ঘটনায় জখম উভয় পক্ষের মোট 11 জন । তাদের মল্লারপুর স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে ।
ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে । বীরভূমের মল্লারপুর থানার ঝিকড্ডা গ্রাম পঞ্চায়েতের পারুলিয়া গ্রামে BJP কর্মীরা একটি বিজয় মিছিল করে । মিছিলে "জয় শ্রীরাম" ধ্বনি দেওয়া হয় । তারপর থেকেই ওই গ্রামে তৃণমূল এবং BJP-র মধ্যে উত্তেজনা চলছিল । গতকাল আবার BJP কর্মীরা "জয় শ্রীরাম" বলায় হাতাহাতি বেধে যায় দু'পক্ষের মধ্যে ।
BJP কর্মী বুদ্ধদেব লেটের অভিযোগ, "তৃণমূলের মানিক লেট এবং তার ছেলে অভিজিত বিজয় মিছিলের দিন থেকেই আমাদের মারার চেষ্টা করছিল । যদিও সেদিন তারা পারেনি । পরে আমাকে আক্রমণ করে । আমাদের কর্মীদের মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয় । কাল রাতে বহিরাগতদের নিয়ে এসে আমাদের উপর হামলা চালায় ।"