পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লাভপুরে বিজেপি নেত্রীর বাড়ির সামনে বোমাবাজি, অভিযোগ তৃণমূলের দিকে

জানা গেছে, বিজেপির ওই সভানেত্রী আজিজা খাতুন তীরান্দাজিতে স্বর্ণপদক প্রাপ্ত । তিনি লাভপুর থানার অন্তর্গত ঠিবা গ্রাম পঞ্চায়েতের দত্ত বগতর গ্রামের বাসিন্দা । অভিযোগ, গতকাল সন্ধ্যায় তার বাড়ির সামনে ব্যাপক বোমাবাজি করে তৃণমূলের লোকজন ।

TMC accused for bomb blasting in front of BJP Mandal president's house in Lavpur
লাভপুরে বিজেপির মণ্ডল সভানেত্রীর বাড়ির সামনে বোমাবাজি, অভিযোগের তীর তৃণমূলের দিকে

By

Published : Dec 17, 2020, 10:37 AM IST

লাভপুর, 17 ডিসেম্বর : লাভপুরের দত্ত বগতর গ্রামে বিজেপির মণ্ডল সভানেত্রীর বাড়িতে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । বাড়ির সামনের ট্রান্সফরমারের বিদ্যুৎ বন্ধ করে দিয়ে বোমাবাজি করা হয় । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷

জানা গেছে, বিজেপির ওই সভানেত্রী আজিজা খাতুন তীরান্দাজিতে স্বর্ণপদক প্রাপ্ত । তিনি লাভপুর থানার অন্তর্গত ঠিবা গ্রাম পঞ্চায়েতের দত্ত বগতর গ্রামের বাসিন্দা । অভিযোগ, গতকাল সন্ধ্যায় তার বাড়ির সামনে ব্যাপক বোমাবাজি করে তৃণমূলের লোকজন । বাড়ির সামনে ট্রান্সফরমারের বিদ্যুৎ বন্ধ করে দিয়ে বোমাবাজি করা হয় । অন্ধকার করে দেওয়া হয় এলাকা । এরপর চলে বোমাবাজি ৷ বাড়ির সামনে তাজা বোমা থাকতে দেখা যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় লাভপুর থানার পুলিশ । পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ।

আরও পড়ুন : "2021 কেমন কাটবে সেটা নির্ভর করছে চিনাদের খাবারের উপর"

এ বিষয়ে বিজেপি নেত্রী আজিজা খাতুন বলেন, " আমাদের বাড়ির সামনে তৃণমূলের লোকজন বোমাবাজি করে । আমরা আতঙ্কে আছি । পুলিশকে সবই জানিয়েছি । " যদিও, এই অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল । তৃণমূলের স্থানীয় নেতা সাইন কাজি বলেন, "বিজেপি অশান্তি করার জন্য বোমা বাঁধছিল । সেটাই ফেটেছে । তৃণমূলের উপর মিথ্যা দোষ দিচ্ছে ।" এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details